প্রীতম দাস : কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় বুলবুল এর প্রাক বৃষ্টি শুরু হয়ে গেল। সেই সঙ্গে কাউন্টডাউন শুরু হয় গেল ঘূর্ণিঝড় বুলবুল এর আগমনের। ইতিপূর্বে আইএমডি এর তরফ থেকে আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছিল ৮ই নভেম্বর থেকে বৃষ্টিপাত শুরু হয় যাবে পশ্চিমবঙ্গে। ৯ ও ১০ নভেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এর সম্ভাবনা আছে গোটা বাংলায়।
১১ই নভেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , দুই ২৪ পরগনা, হাওরা ও হুগলি সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী এলাকাগুলোতে ৮ই নভেম্বর এর সন্ধ্যা থেকে বৃষ্টিপাত এর সঙ্গে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সময় যত বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ তত বাড়বে।