DURGA PUJA 2019: গ্রীন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্ধোধন করলেন মিমি চক্রবর্তী!

গ্রীন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্ধোধনে এসে মিমি জানান, মায়ের আশীর্বাদ ও সকলের ভালোবাসাতেই আজকের এই দিনটির সাক্ষী হলাম। অভিনেত্রী হিসেবে একাধিক পুজো উদ্ধোধন করলেও মঙ্গলবারের পুজো উদ্ধোধনের আনন্দ ও আবেগ মিমির কাছে ছিল এক্বেবারে আলাদা।

যদিও এর আগেও অনেক উদ্বোধন করেছেন, কিন্তু সাংসদ হিসেবে প্রথমবার পুজো উদ্ধোধন করলেন মিমি চক্রবর্তী। গ্রীন পার্ক সার্বজনীনের পুজো ৬০ তম বর্ষে পা দিল। এবারের থিম রুদ্রানী। অভিনেত্রী হিসেবে একাধিক পুজো উদ্ধোধন করলেও মঙ্গলবারের  পুজো উদ্ধোধনের আনন্দ ও আবেগ মিমির কাছে ছিল এক্বেবারে আলাদা।