গড়িয়াহাটে একটি অন্যতম পুজো হলো হিন্দুস্তান পার্ক সার্বজনীন। এবারে এনাদের থিম হলো নবরস।নৃত্য শাস্ত্রে যে নবরসের কথা উল্লেখ করা আছে, তাকেই এখানে প্যান্ডেলের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবারে এই পুজোটি 89 তম বর্ষে পদার্পণ করল।মনের বিভিন্ন অনুভূতিকে এখানে প্রকাশ করা হয়েছে বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে।লোহা, পাটের দড়ি, প্লাস্টার অফ প্যারিস, কাঠ প্রভৃতির দ্রব্যসামগ্রী দিয়ে সেজে উঠছে মন্ডপ। সবমিলিয়ে রসে বশে একেবারেই হিন্দুস্থান সার্বজনীন দুর্দান্ত, এ কথা বলতেই হবে।
DURGA PUJA 2019: দেখুন হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গাৎসব!

Updated : Saturday, October 5, 2019 12:05 PM













