Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

DURGA PUJA 2019: এক ক্লিকে দেখুন উল্টোডাঙ্গা পল্লীশ্রী এর প্রতিমা ও প্যান্ডেল!

Updated :  Sunday, October 6, 2019 8:14 AM

পূর্ব কলকাতার একটি অন্যতম পুজো হলো উল্টোডাঙ্গা পল্লীশ্রী। এবারের থিম বর্ণমৈত্রী। আপনি নানান রঙের ব্যবহার এখানে দেখতে পাবেন এবং এখানে ঢুকলে আপনার প্রথমেই চোখে পড়বে নানান রকমের মুখোশ এর ছবি। তবে নানান রঙের ব্যবহারের মধ্যে কালো রঙ টি বেশি করে ফুটে উঠেছে। কারণ কারণ প্রত্যেকটা রংকে গ্রাস করে নেয়। রামধনুর সাতটি রং কে এখানে ব্যবহার করা হচ্ছে মন্ডপ সজ্জায়। তবে প্রতিমার পিছনে রং টি ব্যবহার করা হয়েছে সাদা। এর কারণ হলো সমস্ত রং এর সঙ্গেই একমাত্র এই সাদা রং মিশে যেতে পারে। সব রং এর মূল ভিত্তি হলো সাদা, তাই মায়ের পিছনের চালচিত্র টি সাদাই করা হয়েছে।