Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Durga Puja 2021: দুর্গা পুজোতে এবার বাংলা ভাষাতে ‘মানিকে মাগে হিঠে’

সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে একটি নতুন গান বেশ ট্রেন্ডিং। নেটদুনিয়ার দৌলতে এই মুহূর্তের নতুন ট্রেন্ডিং গান হল 'মানিকে মাগে হিথে’। সিংহলি ভাষার এই গানের তালে তাল মেলাননি এমন সোশ্যাল মিডিয়া…

Avatar

By

সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে একটি নতুন গান বেশ ট্রেন্ডিং। নেটদুনিয়ার দৌলতে এই মুহূর্তের নতুন ট্রেন্ডিং গান হল ‘মানিকে মাগে হিথে’। সিংহলি ভাষার এই গানের তালে তাল মেলাননি এমন সোশ্যাল মিডিয়া ইউজার বোধহয় দূরবীনেও খোঁজ মিলবেনা। এই গানের মধ্যে এক অদ্ভুত মাদকতা যা একবার শুনলে মন ভরছে না কারও। বার বার শুনছে। ইন্সটাগ্রাম রিল থেকে ফেসবুক স্টোরি, এমনকি বহু টিনেজ এই গান নিয়ে ড্যান্স কভার থেকে ফোনের কলার টিউন সর্বত্র এই গান বাজছে। যত দিন যাচ্ছে এই গানের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই গানের সুরের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছে কভার।

এবার এই সিংহলি গান ‘মানিকে মাগে হিঠে’ জায়গা করে নিয়েছে দুর্গাপুজোর মন্ডপে। হ্যাঁ মা আসতে আর বেশি দেরী নেই। গত বছরের মতো এবছরেও পুজো নিয়ে সেভাবে কারোর উচ্ছ্বাস নেই৷ তবে সকলের মন ভালো করতে মানিকে মাগে হিঠে আসতে উমা পুজোতে। কিভাবে ভাবছেন তো?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইয়োহানি ডি সিলভার গলায় এই গান মুগ্ধ করেছে আট থেকে আশি সকলকে। এই গানের বেশ কিছু রিমিক্স ভার্সন শোনা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার এই গানকে কাজে লাগাতে চাইছে বাগুইআটির অর্জুনপুরের আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপ। এই পুজো মন্ডপ এই গানের সাথে দেবে নতুন বার্তাও। মন্ডপে শোনা যাবে ‘যেন আরও দুখ সহিতে, যেন আরও কষ্ট নিতে পারি, অতিমারী না হারি’, এই হবে গানের কথা। আহীর মিউজিক অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা মিলে এই গানের ভার্সন গেয়েছেন।

দক্ষিণ কলকাতার যাদবপুর তথা সুলেখার ‘আহির স্টুডিও’র কর্ণধার সুমন সরকার এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই গানটি শোনা যাবে শ্রুতি সাহা মিত্র, অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়, অরিন সেনগুপ্ত, সুপর্ণ ভৌমিকের গলায়। আর মাত্র কিছুদিন পরই ঢাকে কাঠি পড়বে। বরাবরের মতো এবারেও নতুন নতুন থিমে একে-অপরকে টেক্কা দিতে উঠেপড়ে লেগেছে কলকাতার নামি পুজো মণ্ডপগুলি। অন্যবার বাজেট বেশি থাকলেও এবছর বাজেট কম আর কম বাজেটে এক এক পুজো মন্ডপ টেক্কা দিতে এগিয়ে লেগে পড়েছে। এবার সেরার সেরা হওয়ার দৌড়ে ‘মানিকে মাগে হিঠে’ অর্জুনপুরের আমরা সবাই ক্লাব কতটা এগিয়ে আসে এটাই এখন দেখার।

About Author