আর কয়েকদিন পরেই পুজো। বাঙালির সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে পশ্চিমবঙ্গের বাঙালিদের পাশাপাশি মাতবে ভিন দেশে বসবাসকারী বাঙালিরাও। দেখে নিন এমনই কিছু বিদেশের পুজো আর তাদের আয়োজন।
বাঙালিরা এক জায়গায় জড়ো হলে দুর্গা পুজো তো হবেই। সে স্বদেশই হোক, আর বিদেশ৷ তাই বাংলার পাশাপাশি প্রতিবছর পুজোর আনন্দে মাতোয়ারা হয়ে সুদূর মালয়েশিয়ার মাটিও। মালয়েশিয়ার রিক্রিয়েশন ক্লাবের পুজো প্রতিবারের মতো এবারও হবে জমিয়ে। রোজই থাকছে নানারকম অনুষ্ঠান। ষষ্ঠীর দিন আনন্দমেলা। সেখানে রয়েছে বাড়িতে বানানো খাবারের নানারকম সম্ভার। শুধু এই নয়, গয়না-পোশাক সবই বিক্রি হচ্ছে সেখানে৷ পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন এখানে পুজোর যাবতীয় জিনিস, পুরোহিত, ঢাকি সবই আসে কলকাতা থেকে। আসেন কলকাতার সেলেবরাও। সঙ্গে থাকে বাচ্চাদের নাচ-গান-নাটক-আবৃতি। বাংলা ব্যান্ডের দলও রয়েছে এখানে৷ তার সঙ্গে রয়েছে ফ্যাশন শো। তবে শুধুই আড়ম্বরের পুজোই নয়, উদ্যোক্তারা দায়িত্ব নিয়ে প্রকাশ করেন পুজো ম্যাগাজিন।