মা এর আগমনে আর 17 দিন বাকি। তারই আগেই সেজে উঠছে সারা বাংলা। বাংলার প্রতিটি কোনায় কোনায় চলছে মণ্ডপ তৈরির কাজ, কুমোরটুলি থেকে পুজোর মণ্ডপ সব জায়গাতে মাতৃমূর্তি তৈরির কাজ চলছে পুরোদমে। শুধুমাত্র বাংলাতে না, পাশাপাশি বহু রাজ্যে চলছে পুজোর আগাম প্রস্তুতি। মৃন্ময়ীর আগমনে সেজে উঠছে আমদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড।
ঝাড়খণ্ডে রাঁচি শহরে বসবাস করেন বহু বাঙালি। শুধুমাত্র বাঙালি না, অন্যান্য ভাষার লোকেদের যৌথ উদ্যোগে রাঁচি শহরের হাটিয়া স্টেশনে তৈরী হচ্ছে এক অভিনব প্যাণ্ডেল। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এর আদলে তৈরী হচ্ছে এই মণ্ডপ। শুধুমাত্র ভিক্টোরিয়া মেমোরিয়াল না, নানাধরনের থিমে রাঁচির অন্যান্য প্যাণ্ডেলে চলছে পুজোর চূড়ান্ত প্রস্তুতি।