দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। হাতেগোনা আর কয়েকটা দিন বাকি তার পরেই পুজো। দুর্গাপূজা নিয়ে প্রত্যেক বাঙালির মধ্যে একটা আলাদা আবেগ জড়িয়ে থাকে। কিন্তু শহর আর গ্রামের পুজোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। মহালয়ার পর থেকেই বদলে যায় গোটা গ্রাম। গ্রাম বাংলার পুজোর মধ্যে সবথেকে বেশি আকর্ষণ হল বিসর্জন। এছাড়া গ্রামের বেশিরভাগ মণ্ডপে দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু সব অনুষ্ঠানের মধ্যে সব থেকে আকর্ষণ হল ভোগ বিতরণ অনুষ্ঠান।
বেশিরভাগ গ্রামে দশমীর দিন এই ভোগ বিতরণ অনুষ্ঠানটি হয়। সেই দিন প্রত্যেক বাড়িতে রান্না বন্ধ থাকে। গ্রামের সকল মানুষ যোগ দেয় এই অনুষ্ঠানে। গ্রামের ভোগ বিতরণ মানেই খিচুড়ির কথাই মাথায় আসে। এখনো অনেক গ্রামে প্রাচীন রীতিনীতি মেনে দুর্গা পুজো অনুষ্ঠিত হয়। তারমধ্যে সবথেকে অন্যতম হল সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের আমূল গ্রাম। পুজোর আর একটি বৈশিষ্ট্য হল, আমূল গ্রাম–সহ লাগোয়া ১০/১২টি গ্রামের হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ এই পুজো ও উৎসবে শামিল হন। ছাগ ও মেষ বলি হয় আড়াইশোর কাছাকাছি। অনুষ্ঠিত হয় যাত্রাপালা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।