সম্ভবত এই মাসেই রাজ-শুভশ্রীর ঘর আলো করে আসতে চলেছে এক নতুন অতিথি। খুশি খুশি দিন গুনছে রাজের পরিবার। রাজ নিজেও শুভশ্রীর একের পর এক ছবি ও ভিডিও প্রকাশ করে চলেছে, কখনো শুভশ্রীর চকলেট খাওয়ার ছবি তো কখনো শুভশ্রীর পুজো দেওয়ার ভিডিও।
সম্প্রতি একটি বিজ্ঞাপনেও মুখ দেখিয়েছেন এই দম্পতি। এরই মাঝে শনিবার সাত-সকালে স্ত্রী শুভশ্রী’কে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলেন রাজ। ব্যাস ঘুরতে যাওয়ার আনন্দে সক্কাল সক্কাল শুভশ্রীর উদ্দাম নাচ, ঠেকায় কে? রাজ তো ভিডিও করতে ব্যস্ত। চলুন দেখে নিই কেমন নাচলেন অভিনেত্রী বেবি বাম্প নিয়ে।