মিষ্টি স্যানিটাইজার দেওয়ার বদলে মিলল জলকামান”, বাম যুব ছাত্রদের নবান্ন অভিযানে উত্তাল শহর কলকাতা
বাম ছাত্র-যুবকদের নবান্ন অভিযানে ডোরিনা ক্রসিং এ ছাত্র যুবক ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়
আজ বৃহস্পতিবার বাংলায় বাম ছাত্র যুবদের নবান্ন অভিযান আছে। আর সেই অভিযান ঘিরে এখন ধুন্ধুমার কলকাতার ডোরিনা ক্রসিং। জানা যাচ্ছে, পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত হয়েছেন আন্দোলনকারীদের একাংশ। পুলিশের সাথে বাম যুব ছাত্রদের খণ্ডযুদ্ধ বেড়ে গিয়েছে। বিনা কারণে ছাত্র-যুবকদের বেধড়ক মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এছাড়াও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান চালিয়েছে কলকাতা পুলিশ। জলকামানের জলের তোড়ে অসুস্থ হয়েছে অনেকেই। এমনকি পুলিশ-ছাত্রদল খন্ডযুদ্ধের মাঝে পড়ে আক্রান্ত হয়েছে একাধিক সাধারণ পথচারী। এক কথায় বাম ছাত্র-যুবকদের এই কর্মসূচি ঘিরে উত্তপ্ত শহর কলকাতা সকালবেলা।
বাম ছাত্র যুবক আন্দোলনকারীরা দাবি করেছে যে তারা সকালবেলা শান্তিপূর্ণভাবে মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছিল। তাদের কলেজস্ট্রিট থেকে মিছিল শুরু হয়েছিল। তারা শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট রুট দিয়ে এগোচ্ছিল। তবে ডোরিনা ক্রসিং এর মিছিল আসতেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। পুলিশ ইচ্ছাকৃতভাবে তাদের ওপর হামলা চালায়। বেধড়ক মারধর করা হয়। মহিলা পুলিশ ছাড়াই মেয়েদের উপর লাঠিচার্জ করা হয়েছে। এমনকি জলকামানের জলের তোড়ে অসুস্থ হয়ে গিয়েছে একাধিক আন্দোলনকারী। তারা শ্বাসকষ্ট নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েছে। সেই অবস্থাতেও পুলিশ তাদের চুল ধরে বেধড়ক মেরেছে। আর্তনাদ করা হলেও অ্যাম্বুলেন্সের কোন ব্যবস্থা করে দেওয়া হয়নি।
জানা গিয়েছে, ডোরিনা ক্রসিং পৌঁছালে বাম ছাত্র-যুবকদের পক্ষ থেকে পুলিশদের মিষ্টি ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। কিন্তু অতর্কিত পাল্টা পুলিশের জলকামান ছুটতে শুরু করে। এরপর ছোড়া হয় টিয়ার গ্যাস। সেইসাথে লাঠিচার্জ করে পুলিশ। অনেক আন্দোলনকারী মাথায় লাঠির আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। আসলে আজকে শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে নবান্ন অভিযান এর ডাক দিয়েছিল বাম ছাত্র-যুবকদের দশটি সংগঠন। সকাল থেকেই হাওড়া শিয়ালদা ইত্যাদি জায়গায় জমায়েত শুরু হয়। নবান্নের চারিধারে কলকাতা পুলিশ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে। ইতিমধ্যেই পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি করার জন্য ৫ জনকে আটক করা হয়েছে।