ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

E-KYC Ration: ৬০ হাজার কার্ড ব্লক, ১.৫৯ লাখ মানুষ পাবেন না সস্তা রেশনের সুবিধা, সরকারের বড় ঘোষণা

আপনি যদি রেশন ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে চান তাহলে কিন্তু এটাই আপনার জন্য সবথেকে ভালো সময়

Advertisement

সারা ভারতে এখন রেশন কার্ডের কেওয়াইসি করার প্রক্রিয়া একেবারে জোর কদমে শুরু হয়েছে। বর্তমানে রাজ্যে রেশন কার্ডের কেওয়াইসি না থাকার কারণে ৫৯ হাজারেরও বেশি রেশন কার্ড ব্লক করা হয়েছে। ৫৯ হাজারের বেশি রেশন কার্ড ব্লক করার কারণে এখন ১.৫৯ লক্ষ গ্রাহক রেশন ডিপো থেকে রেশন পেতে পাচ্ছেন না। ফলে রাজ্যের রেশন সেন্টারে রেশনের জিনিসপত্র অনেকটা বেঁচে যাচ্ছে। তাই এবারে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ও সহজলভ্যতা আরো ভালো করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেশ কিছু প্রচেষ্টা চালানো হচ্ছে। রাজ্যে সস্তা রেশনে অনিয়মের সম্ভাবনা রোধ করার জন্য বর্তমানে সবথেকে ভালো উপায় হল কেওয়াইসি করা। এই কারণে গত কয়েক মাস ধরে এই কেওয়াইসি প্রক্রিয়া ক্রমাগত চালিয়ে যাওয়া হচ্ছে এবং সুবিধাভোগীদের কেওয়াইসি পাওয়ার সুবিধা দেওয়া হচ্ছে। রাজ্যে প্রায় ৮০ শতাংশ রেশন কার্ড ধারীদের জন্য ইতিমধ্যেই কেওয়াইসি জারি করে দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ২০ শতাংশ মানুষ এমন রয়েছেন যারা কেওয়াইসি করে উঠতে পারেননি। সেই কারণে এবার তাদের রেশন দেওয়া খুব শীঘ্রই সাময়িকভাবে বন্ধ করতে চলেছে ভারত সরকার।

হিমাচল প্রদেশ রাজ্যের রেশন কার্ডের সুবিধাভোগীর সংখ্যা হল ৭১,৫১,০১২। এর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ৫৭,৬৮,৮৫২ জনের কেওয়াইসি করা হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু ১৩ লক্ষের বেশি মানুষ কেওয়াইসি করতে পারেননি। রেশন কার্ড ধারীদের জন্য এই কেওয়াইসি বর্তমানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হয়ে উঠেছে এবং আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে খুব শীঘ্রই। এমন অনেক ডিপো রয়েছে, যেখানে এখনই কেওয়াইসি না করা গ্রাহকদের রেশন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে কেওয়াইসির অভাবের কারণে ইতিমধ্যেই সারা রাজ্যে ৬০০০০টি কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। এরমধ্যে বিলাসপুর চাম্বা হামিরপুর এর মত কয়েকটি জেলা রয়েছে।

খাদ্য নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক বিভাগের পরিচালক রামকুমার গৌতম বলছেন, যে কেউ যদি ৩১ শে ডিসেম্বরের মধ্যে কেওয়াইসি না করেন তবে এই জাতীয় গ্রাহকদের রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে। সেই কারণে তিনি জনগণের কাছে আবেদন করেছেন যেন যারা এখনো পর্যন্ত কেওয়াইসি করে উঠতে পারেননি তারা সত্বর রেশন দোকানে গিয়ে কেওয়াইসি করে ফেলেন। এই কার্ডটা রেশন ডিপো অথবা লোক মিত্র কেন্দ্রে আপনারা করতে পারবেন। তাই বেশি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা করে ফেলুন।

Related Articles

Back to top button