কলকাতা: এবার মেট্রোয় অফিস টাইমে বাড়ানো হবে স্লটে ই-পাসের সংখ্যা । আগের তুলনায় উত্তর কলকাতার মহাত্মা গান্ধী রোড স্টেশন, অন্যদিকে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ, কালীঘাট এই দুই স্টেশন থেকে বেড়েছে ই-পাস নেওয়ার সংখ্যা। আর এই কারণেই আগের তুলনায় তিন স্টেশন থেকে বা স্টেশনের জন্যে আরও বেশি সংখ্যায় ই-পাস মিলবে।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দোপাধ্যায়ের দাবি, “আমরা যাত্রীদের কাছে অনুরোধ করব, প্রয়োজন না থাকলে অযথা ই-পাস বুকিং করবেন না। যাদের প্রয়োজন তারা ই-পাস পাবে না। অন্যরা ব্যবহার করে চলে যাবে। এতে প্রকৃত যাত্রীদের যাতায়াতের অসুবিধা তৈরি হবে।”
ই-পাস না বাড়ালে যাত্রীরা স্টেশন অবধি আসতে পারবেন না, তাই যাত্রী বৃদ্ধি করতে প্রয়োজন ই-পাসের সংখ্যা বাড়ানো। তাই সময় নিয়ে পরিস্থিতি সামলে আস্তে ধিরে বাড়ানো হবে ই-পাসের সংখ্যা।