Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এবার শহরের রাস্তায় দুই জন যাত্রী নিয়ে নামছে ই-রিক্সা

Updated :  Tuesday, May 26, 2020 5:47 PM

এবার সরকারি নির্দেশ অনুসারে শহরে রাস্তায় নামবে টোটো চালকেরা। দুইজন যাত্রী নিয়ে টোটো চালাতে অনুমতি দেওয়া হয়েছে। টানা ২ মাস গোটা দেশে লক ডাউনের জেরে বন্ধ সমস্ত যানবাহন পরিষেবা। তবে চতুর্থ দফার লক ডাউনে বেশ কিছু জিনিসের উপর শিথিলতা এনেছে রাজ্য সরকার।

টানা দুই মাস কর্মহীন হয়ে বসে থাকা টোটো চালকদের এবার দুই জন যাত্রী নিয়ে পথে নামার অনুমতি মিলেছে।শহরের হাজার হাজার টোটো চালকেরা চার দফার দাবি নিয়ে আন্দোলনে নামে, মালদা জেলা ব্যাটারিচালিত ই-রিক্সা ড্রাইভার এন্ড অপারেটাস ইউনিয়ন।

এদিন মঙ্গলবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে নামেন তাঁরা। সংগঠনের সম্পাদক মুকুল কর্মকার জানিয়েছেন, এবার দুই জন যাত্রী নিয়ে শহরের রাস্তায় নামতে পারবেন টোটো চালকেরা।