ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পকেটে পড়ে থাকা ৫ টাকার নোট বিক্রি করে আয় করুন ১২ লাখ টাকা, জানুন কিভাবে করবেন বিক্রি

এই উপায়ে আপনি সহজেই ১২ লাখ রোজগার করবেন বাড়িতে বসে

Advertisement

এই মুহূর্তে সকলেই একটু বেশি ইনকাম করতে চান এবং এই বেশি ইনকাম করার একাধিক রাস্তা সন্ধান করতেই থাকেন। তবে তাদের জন্যই আজকে আমরা নিয়ে এসেছি এমন একটি পদ্ধতি যার ব্যাপারে হয়তো তারা জানবেন না। সোনার কাছে যদি পুরনো কিছু নোট এবং কয়েন থাকে তাহলে আপনিও প্রচুর টাকা রোজগার করতে পারবেন এই নোট দিয়ে। এটা লটারি পাওয়ার থেকেও বড় একটা বিষয়। সম্প্রতি এরকম একটি খবর সামনে এসেছে যার মাধ্যমে পুরনো নোট বিক্রি করে আপনি ২৪ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন।

তবে অবশ্যই আপনার সেই নোটের কিছু বিশেষত্ব থাকতেও হবে। আপনার নোটের নম্বরে থাকতে হবে ৭৮৬ সংখ্যাটি। এই সংখ্যা দেওয়া ১,৫,১০,২০,৫০,১০০ ও ২০০০ টাকার নোট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি হবেন মুহুর্তেই লাখপতি। এই অফার চলছে ইবে এবং কয়েন বাজারের মত ওয়েব সাইটে এই সমস্ত সাইটে আপনি এই নোট বিক্রি করে ৪ লক্ষ টাকা আয় করতে পারবেন। তবে এই মুহূর্তে সবথেকে বেশি ট্রেন্ডিং রয়েছে ৭৮৬ লেখা ৫ টাকার নোট। তবে জানিয়ে রাখি, এই সমস্ত নোট হতে হবে একেবারে আসল এবং এই ৫ টাকার নোটে থাকতে হবে ট্র্যাক্টর এবং কৃষকের একটি ছবি। তার সাথেই ৭৮৬ নম্বরটি কিন্তু থাকতে হবে নোটে।

কিন্তু আপনার মাথায় অবশ্যই চিন্তা আসবে, কেনো এই ৭৮৬ নম্বরটি বিশেষ? আপনাদের জানিয়ে রাখি, দুনিয়ায় কিন্তু ধর্মপ্রাণ মানুষের সংখ্যা একেবারে কম না। এই ধর্মপ্রাণ মানুষের মধ্যে মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যাও প্রচুর। আপনাদের জানিয়ে রাখি, মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এই ৭৮৬ সংখ্যাটি অত্যন্ত শুভ সংখ্যা বলে মনে করা হয়। তবে হ্যা, শুধু মুসলিমরা না, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সমস্ত ধর্মের ক্ষেত্রেই এই ৭৮৬ সংখ্যাটিকে বেশ শুভ মনে করা হয়। অর্থাৎ, যদি আপনার কাছে এরকম ৪টি নোট থাকে তাহলে আপনি সেই নোট বিক্রি করে ২৪ লাখ টাকা ঘরে আনতে পারবেন

কোথায় বিক্রি করবেন এই নোট?

এই ৫ টাকার নোট বিক্রি করতে আপনাকে কোথাও ধাক্কা খেতে হবে না। আপনি সহজেই আপনার ঘরে বসে ৫ টাকার নোটটি অনলাইনে বিক্রি করতে পারেন। এর জন্য আপনার কাছে শুধুমাত্র মোবাইল বা ল্যাপটপ থাকতে হবে। এর জন্য, আপনাকে Ebay সাইটে একজন বিক্রেতা হিসাবে নিজেকে নিবন্ধন করতে হবে। তারপরেই আপনি এই নোটের ছবি তুলে সেখানে শেয়ার করে টাকা রোজগার করতে পারেন।

Related Articles

Back to top button