চাকরির টেনশন করার দিন শেষ, ঘরে বসে আয় করুন মাসে মাসে ৮০ হাজার টাকা
বর্তমান যুগে একটা ভালো চাকরির খোঁজে প্রতিনিয়ত থাকে মানুষ। অল্পকিছু বেশি রোজগারের জন্যেও সর্বদা চেষ্টায় থাকে মধ্যবিত্ত। তবে এমন পরিস্থিতিতে যদি সামান্য পরিশ্রমেই ঘরে প্রতি মাসে ৮০ হাজার টাকা করে আসে তাহলে, তা মন্দ হয় না। এই মুহূর্তে এই নিবন্ধের সূত্র ধরে সেই প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হল।
বর্তমানের কর্মব্যস্ত জীবনে এটিএম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। দরকারে-অদরকারে ২৪ ঘন্টাই এটিএম কাজে লাগে মানুষের। আর এবার সেই এটিএম থেকেই হবে রোজগার। এর থেকেই ঘরে প্রতি মাসে আসবে এক বড় অঙ্কের টাকা। অবাক হচ্ছেন! না অবাক হওয়ার কিছু নেই। যদি কয়েকটা কথা মাথায় রাখা সম্ভব হয় তাহলে, অল্পপরিশ্রমেই মধ্যবিত্তের ঘরে আসবে স্বচ্ছলতা।
এটিএমের ফ্রাঞ্চাইজি থেকেই আসতে পারে মোটা অঙ্কের টাকা। তবে এই ফ্রাঞ্চাইজির দায়িত্ব পেতে গেলে কয়েকটি সহজ কথা মাথায় রাখতে হবে-
১) যেখানে এটিএম থাকবে তার আশেপাশে খালি জমি কিংবা জায়গা থাকা ভীষণভাবে দরকারি।
২) জমির পরিমাণ হতে হবে প্রায় ১০০ বর্গফুট।
৩) ঐ নির্দিষ্ট জায়গায় বিদ্যুতের সংযোগের পাশাপাশি জেনারেটর ব্যবহারের সচ্ছলতা থাকতে হবে।
৪) ঐ নির্দিষ্ট স্থান থেকে অন্যান্য যেকোন এটিএমের দূরত্ব অন্তত ১০০ মিটার হতে হবে।
যদি এই শর্তগুলির সবকটা কোন ব্যক্তি পূরণ করতে পারেন তাহলে, তিনি এটিএমের ফ্রাঞ্চাইজির জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন। এক্ষেত্রে আবেদনের সময়ে গুরুত্বপূর্ণ নথি হিসেবে প্যান কার্ড, আধার কার্ড, জমির কাগজপত্র ও ব্যাঙ্কের পাসবইয়ের স্টেটমেন্ট জমা করতে হবে। এরপর সেই আবেদনপত্র যদি গৃহীত হয়, তবেই এটিএমের ফ্রাঞ্চাইজি পাবেন সেই ব্যক্তি। আর সেই ফ্রাঞ্চাইজি পেয়ে গেলেই, প্রতি মাসেই আয় হবে ৮০ হাজার টাকা।