করোনা আবহের মধ্যে আরও বেশি করে আতঙ্কের সৃষ্টি করছে ভূমিকম্প। একের পর এক জায়গাতে মাঝেমধ্যেই ভূমিকম্প হচ্ছে। আজ আবার ভূমিকম্প অনুভূত হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। আজ সকাল ৭ টা ১০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩, এমনটাই জানা গেছে।
সূত্র অনুযায়ী জানা গেছে, এই ভূমিকম্পের উৎসস্থল ঢাকা শহরের কাছে নেত্রকোনাতে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, ভারতের মেঘালয়ে দক্ষিণ পশ্চিম চেরাপুঞ্জিতে কম্পন অনুভূত হয়েছে।