দিল্লি : ভূমিকম্প পৃথিবীর এক অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক দূর্যোগ। পৃথিবীতে ৭টি বড়ো, ২০ টি মাঝারি এবং অসংখ্য মাঝারি পাত রয়েছে এই পাত গুলি স্থির হয়না। এগুলো দুলতে দুলতে যখন একটি অপরটিও ওপর উঠে যায় তখনই ভূমিকম্পের সৃষ্টি হয়।
আবারো ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ভারত। আজ, মঙ্গলবার বিকেলে হঠাৎ দিল্লী এবং উত্তরপ্রদেশের একাংশে কম্পন অনভূত হয়। বিকাল ৫.৩০ নাগাদ কম্পন অনুভূত হয় যার রিখটার স্কেলে মাত্রা ৫.৩। নেপালেও অনুভূত হয়েছে এই কম্পন। সুত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে।
সুত্রানুযায়ী, বিকালে কম্পন অনুভূত হওয়ার সাথে সাথে মানুষজন ঘর ছেড়ে বাইরে চলে আসে। ভূমিকম্পের তীব্রতা কম থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’