ভূমিকম্প যা এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। এই ভূমিকম্পের ফল কতটা ভয়াবহ হতে পারে তা নেপালের ২০১৫ এর ভূমিকম্প দেখে বোঝা যায়। পৃথিবীর অন্তভাগে ৭ টি বড়ো, ২০ টি মাঝারি ও অসংখ্য ছোটো প্লেট থাকে। এই প্লেটগুলি প্রায়ই নড়তে থাকে। নড়তে নড়তে যখন একটি প্লেট অপরটির ওপর উঠে যায় তখন ভূমিকম্পের সৃষ্টি হয়।
২০১৫ সালে নেপালে হয়েছিল ভয়াবহ ভূমিকম্প। তার ধ্বংসলীলা আমরা সবাই দেখেছি। নেপালের ৩০শতাংশ মানুষ মারা গেছিল। দক্ষিন ফিলিপাইনসে ঘটে গেল ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৬। এখনও পর্যন্ত কোনো সঠিক রিপোর্ট না পেলেও অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে সে দেশের সরকার।
A 6.6-magnitude earthquake has struck the southern Philippines, with authorities saying they expect damage to the area: AFP news agency
— ANI (@ANI) October 29, 2019