করোনার আতঙ্কের মধ্যেই এবার ভূমিকম্পের আতঙ্ক। রবিবার রাত ১১টা ২০ নাগাদ অসমে ভূমিকম্পে কেঁপে উঠলো একাংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্র অনুযায়ী এই কম্পনের কেন্দ্রবিন্দু ছিল অসমের তেজপুর। গুয়াহাটি এবং রাজ্যের অন্যান্য স্থানেও কম্পন অনুভূত হয়েছে।
ভুপৃষ্টের ৩৮ কিলোমিটার গভীরে কম্পন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, মার্চের ১ তারিখে হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলের মাত্রা ছিল ৩.২। তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।