আরো একবার দেওয়াল লিখন কে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলায় বাম কংগ্রেস জোটের মধ্যে সৃষ্টি হলো সমস্যা। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিএম এবং কংগ্রেস এর মধ্যে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। কিন্তু পূর্ব বর্ধমান জেলা তে তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না। বিশেষত কংগ্রেসের সঙ্গে আলোচনা না করে সিপিএম নিজের মতো করে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই বর্ধমান শহরের অনেক জায়গায় প্রার্থীর নাম টুকু ছাড়া সিপিএম দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। উল্লেখযোগ্য ভাবে সেখানে কিন্তু কংগ্রেসের কোন চিহ্নই নেই।
বাসিন্দাদের কাছে জোট সম্পর্কে বিভ্রান্তি প্রচার করার চেষ্টা করছে বামফ্রন্ট এরকম অভিযোগ উঠছে কংগ্রেসের তরফে। অন্যদিকে সিপিএম এর বক্তব্য, সিপিএম এবং কংগ্রেস কখনো যৌথভাবে আবার কখনো এককভাবে নিজেদের কথা মানুষের কাছে তুলে ধরছে। প্রার্থী তালিকা যখন চূড়ান্ত হবে তখন সেভাবে দেওয়াল লিখন হবে।
একটা সময় ছিল যখন একেবারে লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল বর্ধমান। প্রায় তিরিশ বছর বামফ্রন্ট সেখানে রাজত্ব করেছে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র একসময় লাল ঝান্ডা মোড়া থাকতো। শহরের রাজপথে আওয়াজ উঠছে লাল ঝান্ডা করে পুকার, ইনকিলাব জিন্দাবাদ। কিন্তু বর্তমানে এই লাল একেবারে ফিকে হয়ে উঠেছে। জনসমর্থন কংগ্রেসের ও কমেছে। এই কারণে এবারের নির্বাচনে একে অপরের সাথে জোট করে নির্বাচনে লড়তে চলেছে বাম এবং কংগ্রেস। রাজ্যজুড়ে কে কোন আসনে প্রার্থী দেবেন সেই তালিকা চূড়ান্ত হচ্ছে বর্তমানে। কিন্তু তার আগেই এরকম একটি দেওয়াল লিখন বাম-কংগ্রেস জোটের পক্ষে খুব একটা ভাল কথা নয় বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।














