নিউজরাজ্য

১ ডিসেম্বর থেকে আরও সাতটি স্পেশল ট্রেন চালাবে পূর্ব রেল

Advertisement

কলকাতা: হোয়াটসঅ্যাপে একটি গুজব ছড়িয়েছিল যে, পুনরায় ১ ডিসেম্বর থেকে সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ করা হবে। যাত্রীদের মধ্যে এই নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। কিন্তু ইতিমধ্যে পিআইবির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, সম্পূর্ণ খবরটি গুজব। আর এবার যেই ১ ডিসেম্বর থেকে ট্রেন চলাচল বন্ধ হওয়ার গুজব ছড়িয়েছিল, সেই ১ ডিসেম্বর থেকে উল্টে আরও সাতটি সংরক্ষিত স্পেশাল ট্রেন চালানোর ভাবনা ভেবেছে পূর্ব রেল। যাত্রী সুরক্ষা এবং যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে।

জানা গিয়েছে, শিয়ালদা-লালগোলা, শিয়ালদা-সহরসা, হাওড়া-ধানবাদ, হাওড়া-মুম্বই সিএসএমটি, মালদা-কিউল এবং ভাগলপুর-রাঁচি রুটে এই সাতটি স্পেশাল ট্রেন চালানো হবে। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, আগামিকাল, বৃহস্পতিবার থেকে এই ট্রেনগুলির জন্য যাত্রীরা বুকিং করতে পারবে। পিআরএস কাউন্টার এবং অনলাইন দুটি ক্ষেত্রেই টিকিট বুক করা যাবে। তবে ভাড়ার ক্ষেত্রে এই ট্রেনগুলিতে স্পেশাল চার্জ ধার্য করা হবে। যার ফলে যাত্রীদের অতিরিক্ত মাশুল গুনতে হবে।

কখন কখন এই সাতটি স্পেশল ট্রেন চলবে, তা জানার জন্য পূর্ব রেলের ওয়েবসাইট সার্চ করতে হবে। সেখানেই সমস্ত কিছু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। হাওড়া-ধানবাদ স্পেশাল ট্রেন আসানসোলে ওপর দিয়ে যায় বলে আসানসোল থেকে শহরে আসা নিত্যযাত্রীদের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে এই খবর শোনার পর খুশি হয়েছে সকল যাত্রীরা।

Related Articles

Back to top button