কলকাতানিউজরাজ্য

ফুল বাগান ষ্টেশন পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো

Advertisement

গতকাল থেকেই শুরু হয়ে গেছে ফুল বাগান মেট্রোর যাত্রা, ওদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ মিনিট অন্তর চলেছে ট্রেন। সারা দিনে মোট ৪৮টি ট্রেন চালানো হয়। ইস্ট-ওয়েস্ট মেট্রো পথের দৈর্ঘ্য হবে প্রায় ৫ কিলোমিটার। পরিষেবা খুলে দেওয়ার জন্য গত এক সপ্তাহ ধরে রাতে নিয়মিত মহড়া হয়েছে।

পরিষেবার উদ্বোধন করে রেলমন্ত্রী এ দিন জানান, নতুন কোনও বিপত্তি দেখা না দিলে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের সমস্ত কাজ শেষ করে ফেলতে চান তাঁরা। সামনে পুজো, আর পুজোর কেনাকাটা করতে গিয়ে জাতীয় শহরবাসীকে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সে কথা মাথায় রেখেই মেট্রো কর্তৃপক্ষ গতকাল থেকেই বাড়িয়েছে মেট্রো।

রবিবার ২৯টি আপ ও ২৯টি ডাউন মেট্রো চলবে। এবার সেই তালিকায় জুড়ে যেতে চলছে ফুল বাগান মেট্রো ষ্টেশন। সব মিলিয়ে আরো এক খুশির খবর। অন্যদিকে সোমবার থেকেই বাড়ানো হয়েছে কলকাতায় মেট্রোর সংখ্যা। রবিবার মেট্রো চলবে শুধুমাত্র নোয়াপাড়া-কবি সুভাষ রুটে।

২০ মিনিট অন্তর দেওয়া হয়েছে মেট্রো পরিষেবা। আশা করা হচ্ছে এর ফলে সুবিধা মিলবে যাত্রীদের। চলতি মাসের প্রায় ১৪ তারিখ থেকে চলছে মেট্রো। আর আগের থেকে একটু একটু করে বাড়ছে যাত্রীদের ভিড়। গত ১৩ ফেব্রুয়ারি সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে চালু হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো। আর এসবের মাঝেই রেল মন্ত্রকের সবুজ সঙ্কেত পেতেই এ দিন ফুলবাগান পর্যন্ত চালু করা হল নতুন মেট্রো পরিষেবা।

Related Articles

Back to top button