আজ চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো, উদ্বোধন করবেন রেলমন্ত্রী
বহু প্রতীক্ষার পর অবশেষে চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প। আজ বৃহস্পতিবার রেলমন্ত্রী উদ্বোধন করবেন এই প্রকল্পের, আর আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা প্ৰদান। প্রথম পর্যায়ে আপাতত সল্টলেক করুণাময়ী থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ৬ টি স্টেশনে চলবে ইস্ট ওয়েস্ট মেট্রো। এই পথের মোট দূরত্ব ৬ কিমি। সল্টলেক সেক্টর ফাইভ করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যালস, সল্টলেক স্টেডিয়াম এই ৬ টি স্টেশনের মধ্যেই শুরু হবে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের প্ৰথম ধাপ। এক একটা স্টেশনকে এক এক রকমের থিমে সাজানো হয়েছে মেট্রো কতৃপক্ষের তরফে। প্রতিটা স্টেশনে থাকছে আধুনিক সমস্ত রকম ব্যবস্থা। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে সবকটি মেট্রো রেকই হবে এসি রেক।
মেট্রো রেলে আত্মহত্যার চেষ্টার কথা আমরা প্রায়শই শুনে থাকি, এবার সেই আত্মহত্যা রোখার জন্যে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিশেষ ব্যবস্থা নিয়েছে মেট্রো কতৃপক্ষ। প্রতিটি স্টেশনে থাকবে বিশেষ স্ক্রিন ডোরের ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তার জন্য এই প্রকল্পে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মেট্রো কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিটি স্টেশনে ফোন রাখা থাকবে। যাত্রীরা কোনো অসুবিধা হলে ওই ফোন থেকে ফোন করে কতৃপক্ষকে জানাতে পারবে।
আরও পড়ুন : পুলওয়ামায় সেনা কনভয়ে হামলার চার্জশিট জমা দিল NIA
ইস্ট ওয়েস্ট প্রকল্পেও টোকেন ও স্মার্টকার্ডের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে মেট্রো কতৃপক্ষ। ভাড়া ৫ ও ১০ টাকা পর্যন্ত রাখা হয়েছে। ভাড়ার তালিকাও লাগানো হয়েছে প্রতিটা স্টেশনে। আপাতত ২০ মিনিট অন্তর ট্রেন চলবে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে। সল্টলেক স্টেডিয়াম থেকে করুণাময়ী পর্যন্ত যেতে ১৪ মিনিট লাগবে। রবিবার বাদে সপ্তাহের বাকি দিন গুলো সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং রবিবারে সকাল ১০টা থেকে রাত পর্যন্ত চলবে ট্রেন।