সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। মেট্রোরেল কর্তৃপক্ষ থেকে এই ছাড়পত্র মেলার পর আগামী ১৩ ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে এই পরিষেবা।
আপাতত ট্রায়াল রান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইঞ্জিনিয়াররা৷ এছাড়া ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়ার তালিকা প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ৷ আসুন জেনে নিই সেটি সম্পর্কে।
আরও পড়ুন : মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী গঙ্গারামপুর, শিক্ষিকাকে প্রকাশ্যে হেনস্থায় বহিস্কৃত তৃণমূল নেতা
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ২ কিলোমিটার পর্যন্ত গেলে ভাড়া ৫ টাকা৷ ৫ কিমি পর্যন্ত গেলে ভাড়া ১০ টাকা৷ ১০ কিলোমিটার পর্যন্ত গেলে ভাড়া ২০ টাকা৷ এছাড়া ১৬.৫ কিলোমিটার পর্যন্ত গেলে লাগবে ৩০ টাকা৷ যাবতীয় প্রস্তুতি শেষ শীঘ্রই শুরু হবে এই পরিষেবা।