মে মাস থেকেই ছুটবে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো, জানালেন মেট্রো কর্তৃপক্ষ
গত ১৩ ই ফেব্রুয়ারী ইস্ট- ওয়েস্ট মেট্রোর উদ্ভোধন করেছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছিলেন যে পুজোর আগেই ফুলবাগান পর্যন্ত মেট্রো চলা শুরু হবে, তা শুনে সাধারণ মানুষ খুব আনন্দিত হয়েছিলেন। তবে তাদের জন্য আর ও সুখবর শোনালেন মেট্রো রেলের জিএম মনোজ যোশী। তিনি বললেন যে অতদিন ও অপেক্ষা করতে হবে না। মে মাসের মধ্যে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো চলা শুরু হবে। এই মেট্রো চালু করানোর জন্য তিনি কমিশনার অফ রেলওয়ে সেফটিকে অনুরোধ করেছেন।
ফুলবাগান ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম ভূগর্ভস্থ স্টেশন। এরপর সব স্টেশনগুলি মাটির তলাতে রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ এখন থেকেই পরীক্ষা করার জন্য ফুলবাগান পর্যন্ত মেট্রো চালাচ্ছে। তবে যাত্রী পরিষেবা মে মাস থেকে শুরু করানো হবে বলে তারা মনে করছে।
আরও পড়ুন : দিল্লিতে সংঘর্ষ, বড়সড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার
মেট্রো কর্তৃপক্ষ অবশ্য যাত্রী সংখ্যা নিয়ে চিন্তিত। তাদের ধারনা যে ফুলবাগান পর্যন্ত মেট্রো না চালালে যাত্রী পাওয়ার সমস্যা হবে। তাই ফুলবাগান পর্যন্ত যত দ্রুত সম্ভব মেট্রো চালাতে চাইছে রেল। আর এই ফুলবাগান পর্যন্ত মেট্রো শুরু হবে শুনে স্থানীয় বাসিন্দারা খুব খুশি হয়েছেন। মেট্রোর কাজের জন্য তাদের বহুদিন খুব কষ্ট করে যাতায়াত করতে হয়েছে। তাই মেট্রো যখন শুরু হচ্ছে সেই খবর তাদের খুশি করেছে।