নিউজরাজ্য

ছটপূজার ভিড় নিয়ন্ত্রণে বেশ কয়েকটি চক্ররেল বাতিল পূর্ব রেলওয়ের, জানুন বাতিল হওয়া ট্রেনের তালিকা

Advertisement

ছট পুজো আর কিছু দিনের মধ্যেই। এই ছট পুজো নিয়ে বর্তমানে মানুষের মধ্যে উন্মাদনা প্রচুর। বাংলার হিন্দিভাষী মানুষরা এই দিনটিকে অনেক ধুমধাম করে পালন করেন। ছট পূজা গঙ্গাস্নান এবং দণ্ডী কাটার ভিড় তাকে চোখে পড়ার মতো। কিন্তু করোনাকালে এই সমস্ত জিনিস একটু সাবধানে করতে হবে। এই কারণে শুক্রবার ছট পূজার দিন সকাল ন’টা থেকে শনিবার বিকেল পর্যন্ত চক্ররেল নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে। প্রথমদিন শিয়ালদহ বিবাদীবাগ রুটের তিনটি ট্রেন এবং বারুইপুর থেকে বিবাদীবাগ রুটের দুটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

এছাড়াও, উত্তর-দক্ষিণ সংযোগকারী নৈহাটি বালিগঞ্জ, নৈহাটি মাঝেরহাট, এবং কল্যাণী সীমান্ত মাঝেরহাট কাঁকুড়গাছি দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও নৈহাটি, বনগাঁ এবং মাঝেরহাট লোকাল কলকাতায় এসে নিয়ন্ত্রিত হবে। অন্যদিকে বালিগঞ্জ ব্যারাকপুর এবং মাঝেরহাট নৈহাটি ট্রেন ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে।

পরেরদিন শিয়ালদা বিবাদীবাগ লোকাল এর দুটি ট্রেন বাতিল করা হয়েছে। বনগাঁ মাঝেরহাট কলকাতা থেকে চালানো হবে। এছাড়াও আরও কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হতে চলেছে। কিন্তু, যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণে না থাকার কারণে বর্তমানে বেশ চিন্তায় পূর্ব রেলওয়ে। এই কারণে লোকাল ট্রেনের সংখ্যা বাতিল করলে ভিড় বেড়ে যেতে চলেছে সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। এই নিয়ে শিয়ালদহ শাখার ডিআরএম জানিয়েছেন,” করোনা পরিস্থিতিতে মানুষ প্রয়োজন ছাড়া খুব কম বের হচ্ছেন। এই কারণে মঙ্গলবার শিয়ালদা ডিভিশনের টিকিট বিক্রি হয়েছিল ৩ লক্ষ ৩১ হাজার। প্রায় একইরকম কথা শোনাচ্ছেন হাওড়া ডিভিশনের ডিআরএম। তিনি জানাচ্ছেন, হাওড়া ডিভিশনে একদিনের টিকিট বিক্রি হয়েছে ২ লক্ষ ২৭ হাজার।

তবে ট্রেন চলাচল শুরু হয়ে গেলেও হকারদের স্টেশনে নো এন্ট্রি। এই কারণে তাদের মধ্যেও ক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বুধবার শিয়ালদা স্টেশনে কয়েকশো হকার একসাথে বিক্ষোভ দেখিয়েছেন। বহু পরিবার বর্তমানে দুঃসহ পরিস্থিতিতে রয়েছে বলেও তাদের দাবি। তারা জানিয়েছেন, অবিলম্বে তাদের স্টেশনে ঢুকতে দেওয়ার পারমিশন দিতে হবে। শিয়ালদা স্টেশনের স্টেশন ম্যানেজারের কাছে তারা এই মর্মে স্মারকলিপিও জমা দিয়েছেন।

Related Articles

Back to top button