বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার প্রবণতা এখন ভারতবাসীদের মনে বাড়তে শুরু করেছে। এই কারণেই লোকাল ট্রেনে নতুন করে কড়াকড়ি শুরু করলো রেল মন্ত্রক। বড় স্টেশন গুলি ছাড়াও এবারে ছোট ছোট স্টেশনে যাত্রীদের টিকিট পরীক্ষার উপরে জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি কাউন্টারের ভিড় এড়িয়ে মেশিনে টিকিট কাটায় যাত্রীদের উৎসাহ বাড়াতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন পূর্ব রেলের প্রিন্সিপাল সিসিএম উদয় সংকর ঝা। শুক্রবার শিয়ালদহ লক্ষীকান্তপুর শাখা এবং বারাসাত শাখায় প্রিন্সিপাল সিসিএম এবং সিনিয়র ডিসিএম এর তত্ত্বাবধানে একটি দল স্টেশনে অভিযান চালায় এবং সেখানে বিনা টিকিটে ভ্রমণকারীদের পাকড়াও করা হয়।
এদিন ধরা পড়েছেন ৬৭৩ জন যাত্রী যাদের কাছে টিকিট ছিল না। বিনা টিকিটে ভ্রমণ করার কারণে তাদের কাছ থেকে মোটা অংকের জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গিয়েছে। রেল সূত্রের খবর এর জরিমানা বাবদ ভারতীয় রেলের কোষাগারে এসেছে এক দিনে ১ লক্ষ ৭৮ হাজার ৫২০ টাকা। বিপুল লোকসানের মধ্যে দিয়ে বর্তমানে ভারতীয় রেলওয়ে চলছে এবং সেই কারণে যাত্রীদের কাছ থেকে টিকিটের টাকা আদায় করা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতীয় রেলের জন্য।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবিনা টিকিটে ভ্রমণের কারণে ভারতীয় রেলওয়ের বিশাল লোকসান হচ্ছে এবং সেটা আটকাতে গত কয়েকদিন আগে থেকেই এই অভিযান শুরু করেছেন ভারতীয় রেলওয়ের আধিকারিকরা। দুদিন আগে শিয়ালদহ স্টেশনে টিকিট ছাড়া ট্রেনে আসার কারণে ধরা পড়েছেন ৭২৮ জন যাত্রী। তাদের কাছ থেকে মোটা অংকের জরিমানা আদায় করা হয়েছে। মোট ১ লক্ষ ৯১ হাজার ৭২০ টাকা আদায় করা হয়েছে জরিমানা বাবদ। অন্যদিকে ১৫০ টি বুকিংহীন পণ্য আটক করা হয়েছে। এখান থেকে ২৬,০৬০ টাকা আয় করেছে ভারতীয় রেলওয়ে। তবে হাওড়া এবং শেওড়াফুলি স্টেশনে বিনা টিকিটে যাত্রীদের যাতায়াতের সংখ্যা এখনও পর্যন্ত সবথেকে বেশি। প্রায় দেড় হাজারের বেশি মানুষ বিগত কয়েকদিনে ধরা পড়েছেন এই স্টেশন থেকে। রেল আধিকারিকরা আশা করছেন, এভাবে যদি টানা একের পর এক অভিযান চালানো হয় তাহলে যাত্রীদের টনক নড়বে এবং তারা টিকিট কাটবেন যাত্রা করার জন্য। এর ফলে ভারতীয় রেলওয়ের আর লোকসানের সম্ভাবনা থাকবে না.