আজ থেকে চলবে ৯ জোড়া স্পেশাল ট্রেন, দেখে নিন কোন কোন রুটে চলবে

সাধারণ মানুষের সমস্যা লাঘবে সামনে এগিয়ে আসছে পূর্ব রেলওয়ে। আজকে থেকে ৯ জোড়া অর্থাৎ ১৮ টি স্পেশাল ট্রেন চলতে চলেছে বাংলায়। বিভিন্ন স্টেশন, যেখান থেকে এখনো পর্যন্ত সাধারণ ট্রেন চলাচল…

Avatar

By

সাধারণ মানুষের সমস্যা লাঘবে সামনে এগিয়ে আসছে পূর্ব রেলওয়ে। আজকে থেকে ৯ জোড়া অর্থাৎ ১৮ টি স্পেশাল ট্রেন চলতে চলেছে বাংলায়। বিভিন্ন স্টেশন, যেখান থেকে এখনো পর্যন্ত সাধারণ ট্রেন চলাচল শুরু করা হয়নি সেখানে এই স্পেশাল ট্রেন চালানো হচ্ছে বলে জানিয়েছে রেল। তবে আজকেই সমস্ত ট্রেন চলবেনা। বরং আজকে কিছু কিছু ট্রেন চলবে আবার বাকি ট্রেন সপ্তাহের অন্যান্য দিনে চলবে। চলুন দেখে নেওয়া যাক ১৮টি ট্রেনের তালিকা এবং তার টাইমটেবিল।

১. আসানসোল থেকে হলদিয়া (রবিবার বাদে ৫ জুলাই থেকে রোজ )

২. হলদিয়া থেকে আসানসোল ( রবিবার বাদে ৫ জুলাই থেকে রোজ)

৩. আসানসোল থেকে দীঘা (শুধুমাত্র রবিবার ১১ জুলাই থেকে শুরু)

৪. দীঘা থেকে আসানসোল (শুধু রবিবার ১১ জুলাই থেকে )

৫. শিয়ালদহ থেকে আসানসোল ( রবিবার বাদে ৫ জুলাই থেকে )

৬. আসানসোল থেকে শিয়ালদা (রবিবার বাদে ৫ জুলাই থেকে )

৭. মালদহ টাউন থেকে নবদ্বীপ (প্রতিদিন ৫ জুলাই থেকে)

৮. নবদ্বীপ থেকে মালদহ টাউন (৬ জুলাই থেকে প্রতিদিন)

৯. হাওড়া থেকে আজিমগঞ্জ (৫ জুলাই থেকে প্রতিদিন) – (০৩০২৭)

১০. আজীমগঞ্জ থেকে হাওড়া (৬ জুলাই থেকে প্রতিদিন) – (০৩০২৮)

১১. হাওড়া থেকে অাজীমগঞ্জ – (০৩০১৭) (৮ জুলাই থেকে প্রতিদিন)

১২. আজিমগঞ্জ থেকে হাওরা (০৩০১৮) (৮ জুলাই থেকে রোজ)

১৩. কলকাতা থেকে লালগোলা (৬ জুলাই থেকে মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং রবিবার)

১৪. লালগোলা থেকে কলকাতা (৭ জুলাই থেকে সোম, বুধ, শুক্র, ও শনিবার)

১৫. হাওড়া থেকে সিউড়ি (৮ জুলাই থেকে প্রতিদিন)

১৬. সিউড়ি থেকে হাওড়া (৮ জুলাই থেকে প্রতিদিন)

১৫. হাওড়া থেকে রামপুরহাট (৮ জুলাই থেকে রোজ)

১৬. রামপুরহাট থেকে হাওড়া (৮ জুলাই থেকে রোজ)