Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সোমবার থেকে আরও ১৫০টি স্টাফ স্পেশাল ট্রেন

Updated :  Friday, June 25, 2021 10:02 PM

বেশ কয়েকদিন হয়ে গেল হাওড়া এখন শিয়ালদা শাখায় পূর্ব রেলওয়েকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে নিত্যযাত্রীদের বিক্ষোভ নিয়ে। বারংবার বিভিন্ন স্টেশনে বিক্ষোভকারীরা রেল অবরোধ করে বসে থাকতেন। তার সঙ্গেই চলতো রেল পুলিশের সঙ্গে একাধিক বচসা এবং স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে চাওয়া নিয়ে তুলকালাম হয়েছে বেশকিছু স্টেশনে। বিশেষ করে শিয়ালদা দক্ষিণের বেশকিছু স্টেশনে ঝামেলা হয়েছে অনেক রেল পুলিশের সঙ্গে।

তারই মধ্যে যাত্রীর চাপ নেওয়া সম্ভব হচ্ছে না বলে এবারে হাওড়া এবং শিয়ালদা শাখার স্পেশাল ট্রেন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। পূর্ব রেলওয়ে তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে হাওড়া এবং শিয়ালদা দুটি শাখাতেই স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে। সূত্রের খবর অনুযায়ী শিয়ালদা শাখায় ১০০ টি স্পেশাল ট্রেন বৃদ্ধি করা হবে এবং হাওড়া শাখায় বৃদ্ধি করা হবে আরও ৫০ টি ট্রেন। অর্থাৎ সর্বমোট ১৫০ টি ট্রেন বৃদ্ধি হবে হাওড়া এবং শিয়ালদা শাখা মিলিয়ে। এর ফলে শিয়ালদা শাখায় স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বেড়ে হলো ৩৫৯ এবং হাওড়া শাখায় হলো ২০৪।

বিভিন্ন পেশার মানুষ এরা যেমন ব্যাঙ্ক কর্মী ডাক বিভাগ এবং স্বাস্থ্যকর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ নিত্যযাত্রীদের ক্ষেত্রে স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার কোন অনুমতি নেই। সম্প্রতি পূর্ব রেলওয়ে তরফ থেকে রাজ্যকে চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে জন্য স্বাভাবিকভাবে রেল পরিষেবা চালু করা হয় না হলে পূর্ব রেলওয়ে সমস্যার মুখে পড়তে চলেছে আর কিছুদিনের মধ্যে।

যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত ট্রেন কবে চালু করা হবে সেই নিয়ে কোনো ঘোষণা করেননি। লোকাল ট্রেন চালু করা নিয়ে একাধিক জায়গায় বিক্ষোভ চলছে। বিভিন্ন জায়গা থেকে বহু যাত্রী হঠাৎ করে স্টাফ স্পেশাল ট্রেনে উঠে যাচ্ছেন। এর ফলে তাঁদের চাপে ভিড় বাড়ছে স্পেশাল ট্রেনের। এর ফলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। লোকাল ট্রেন চলছে না, এই কারণেই বাধ্য হয়ে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে।