আগামী ফেব্রুয়ারি মাস থেকে আরো একটি নতুন বন্দে ভারতে এক্সপ্রেস আসতে চলেছে পূর্ব রেলে। আর এই বন্দে ভারত এক্সপ্রেস এর মূল গন্তব্য হতে চলেছে দক্ষিণ পূর্ব রেলওয়ের আওতাধীন অন্যতম একটি স্টেশন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়টা নিয়ে নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলেই জানা যাচ্ছে। তিনি আশ্বস্ত করে দিয়েছেন, এই রুটে একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চলতে চলেছে। কিন্তু কি সেই রুট? কোন রুটে এই নতুন এক্সপ্রেস চালু হতে চলেছে? চলুন তাহলে সেটাই জেনে নেওয়া যাক
জানা যাচ্ছে পূর্ব রেলের অধীনে থাকা দুমকা স্টেশন থেকে দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীন রাঁচি স্টেশন পর্যন্ত একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। আগামী ২ ফেব্রুয়ারি এই নতুন বান্দা ভারত এক্সপ্রেস এর সূচনা হবে বলে মনে করা হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে ভারতীয় রেলের তরফ থেকে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি। ভারতের প্রাক্তন সাংসদ সুরজ মন্ডল এই দাবি করছেন।
২০২৪ সালের ১৫ই জানুয়ারির পরিসংখ্যান দেখলে বোঝা যায় এখনো পর্যন্ত ভারতে ৪১ টি বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে। ৪২ তম বন্দে ভারত এক্সপ্রেস দেশের কোন রুটে চালু হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। এমনিতে ২০২৪ সালের মধ্যে দেশে কমপক্ষে ৬০ টি বন্দে ভারতে এক্সপ্রেস চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। সংবাদমাধ্যমে রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে ভারতীয় রেলের হাতে ৭০ টি বন্দে ভারত এক্সপ্রেস চলে আসবে বলে মনে করা হচ্ছে। আগামী ১৫ই নভেম্বরের মধ্যে ৬০ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে ভারতে। আর দেশের বিভিন্ন প্রান্তে এই নতুন ট্রেনগুলি চালু করা হবে বলে জানা যাচ্ছে।
তবে এর মধ্যে কয়টি বন্দে ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গ পেতে চলেছে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি। সংবাদমাধ্যমে রিপোর্ট অনুযায়ী, কলকাতা থেকে রাউরকেল্লা রুটে একে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হতে চলেছে। এছাড়াও বাংলার একাধিক রুটে এই বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে সেটা নিয়ে কোন সন্দেহ নেই। আপাতত রাজ্যে মোট পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে। এগুলি হল, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পুরী, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি, হাওড়া থেকে পাটনা এবং হাওড়া থেকে রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস।