Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Local Train Ticket: টিকিট না কেটে ট্রেনে ওঠার দিন শেষ, লোকাল ট্রেনে কড়া পদক্ষেপ পূর্ব রেলের

Updated :  Friday, June 14, 2024 12:42 PM

বড় পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল। যারা টিকিট না কেটে সফর করছেন তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিচ্ছে রেল। আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ রোজ ট্রেনে যাতায়াত করেন। রেল সাধারণ মানুষের জন্য লাইফ লাইন। কম অর্থের বিনিময়ে অনেক দূর পর্যন্ত যাতায়াত করার জন ট্রেন ছাড়া ভাল কোনো অপশন নেই বহু মানুষের কাছে।

টিকিটের দাম খুব বেশি না হলেও এমন কিছু ব্যক্তি যাত্রী রয়েছেন যারা বিনা টিকিটে সফর করে থাকেন। রেলের পক্ষ থেকে বারবার বলা হয়, বিনা টিকিটে যাত্রা করা আইনত অপরাধ। কিন্তু কে শোনে কার কথা! বিনা টিকিটে রেল সফর করা কেউ কেউ রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন। এই বদভ্যাস ছাড়ানোর জন্যই এবার বড় সিদ্ধান্ত নিয়েছে রেল।

সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, টিকিট ছাড়া যারা ট্রেনে উঠছেন তাদের জন্য নেওয়া হবে ব্যবস্থা। রেলের পক্ষ থেকে চালানো হবে বিশেষ অভিযান। এটাও জানানো হয়েছে যে যে সমস্ত স্টেশনে টিটি বেশি দেখা যায় না, সেখানেও চালানো হবে অভিযান। বাংলায় এমন অনেক গ্রামীণ স্টেশন রয়েছে যেখানে যাত্রীরা যাতায়াত করেন অবাধে। টিকেট চেকার রোজ দেখা যায় না, সেই সুযোগকেই কাজে লাগান বিনা টিকিকের যাত্রীরা। কিন্তু এই দিন এবার শেষ হতে চলেছে। তুলনামূলক কম ব্যস্ত স্টেশনের দিকেও নজর রাখছে রেল. সেখানেও নেওয়া হচ্ছে ব্যবস্থা।

The Ultimate Local Mumbai Train Map for Tourists and Locals Alike | Yatri

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “যারা টিকিট না কেটে ট্রেনে উঠছেন তাদের জন্য একটি বিশেষ ড্রাইভ চালানো হবে। যে কোনও দিন, যে কোনও সময়ে আমরা ট্রেনে উঠে টিকিট চেক করবো। এই ধরুণ যেমন তালদি থেকে হয়তো টিকিট চেকিং স্কোয়াড সন্ধে ৬টা বা ৭টার সময় ট্রেনে উঠল। হাওড়া ডিভিশনের যাত্রীদের জানিয়ে রাখি, হয়তো আমরা আরামবাগ থেকে চাপলাম, এমন একটা লোকেশন থেকে আমরা ট্রেনে উঠবো যেখানে হয়তো কেউ আশাও করেননি। মূলত বেশ কিছু জায়গায় সন্ধে ৬টা থেকে ৮টার মধ্যে টিকিট চেকিং করবো… ঝাপটার ঢাল, কাটোয়া, এরকম ছোট ছোট লোকেশন ধরে টিকিট চেকিং স্কোয়াড ট্রেনে উঠবে।”