আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি যা ভারতের সকল নাগরিকের কাছেই থাকতে হবে। সময়ের সঙ্গে আধার কার্ডে আপডেটের প্রয়োজন হয়। সহজেই মোবাইল থেকে আপনার আধার কার্ড আপডেট করতে পারেন। কীভাবে আপডেট করবেন সেটা জানানোর জন্যই আজকের এই আর্টিকেল।
আধার কার্ড কেন আপডেট করবেন?
• আধার কার্ডের সঠিক তথ্য নিশ্চিত করার জন্য।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now• অনেক সরকারি পরিষেবার জন্য আধার কার্ড প্রয়োজন৷ আপডেট করা আধার কার্ড এই পরিষেবাগুলি পেতে সাহায্য করবে৷
• আধার কার্ড আপডেট না করার কারণে বিভিন্ন দরকারী অনেক সমস্যা হতে পারে।
আধার কার্ড আপডেট করার সহজ পদ্ধতি:
• সবার আগে নিজের মোবাইলে আধার অ্যাপ ডাউনলোড করতে হবে।
• অ্যাপের ‘আপডেটের জন্য আবেদন করুন’ বিকল্পে ক্লিক করুন।
• আবেদনপত্রে আপডেট করার জন্য আপনার প্রয়োজনীয় সব তথ্য পূরণ করুন।
• এবার প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
• ডকুমেন্ট আপলোড করার পর আবেদন করুন।
আধার কার্ড আপডেট করার জন্য কী কী নথি বা ডকুমেন্ট দরকার?
আধার কার্ডের কপি, আপডেট করা তথ্যের প্রমাণ (যেমন, ঠিকানা পরিবর্তনের জন্য ঠিকানার প্রমাণ), পরিচয় প্রমাণ (যেমন, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স), বসবাসের প্রমাণ (যেমন, বিদ্যুৎ বিল, পানির বিল)।
আপনার আধার কার্ড আপডেট করার সময় সাধারণত ৩০ দিন। তবে কোনো কোনো ক্ষেত্রে এই সময় বাড়তে পারে। যদি আপনার আধার কার্ড আপডেট করতে কোনও সমস্যার সম্মুখীন হন তবে আধার কার্ড হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। আধার কার্ড আপডেট করার জন্য কোনো ফি দিতে হবে না।আধার কার্ড আপডেট হয়ে গেলে একটি কনফার্মশন মেসেজ পাবেন।