Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাজারে বাজারে ইবি হানা দিয়ে লাগাম দিল বস্তা প্রতি আলু-পেঁয়াজের দামে

Updated :  Sunday, November 8, 2020 1:21 PM

কলকাতা: আলু-পেঁয়াজ থেকে শুরু করে শাক-সবজির দাম আকাশছোঁয়া। বাজারে খাদ্যদ্রব্য কিনতে গেলে হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তদের। পরিস্থিতি সামাল দিতে শনিবার মানিকতলা থেকে কোলে মার্কেট, সর্বত্রই হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি। সকাল হলেই কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কলকাতার প্রতিটি বাজারে হানা দিয়ে বস্তা প্রতি আলু- পেঁয়াজের দাম কমিয়ে দিল.

শনিবার সকালে গিয়ে খুচরো বাজার গুলোতে গিয়ে দেখা যায়, পেয়াঁজ কেজি প্রতি ৫-১০ টাকা অবধি কমেছে। অনেকে দাবি করেছেন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের রেডের পরেই,দাম কমেছে। মানিকতলা বাজারে পেঁয়াজের মান অনুযায়ী দাম ছিল ৬০-৭০ টাকা প্রতি কিলো। নাসিকের পেঁয়াজের দাম ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে চলছে। ওটাই নাকি এখন এক নম্বর পেঁয়াজ। অন্যদিকে, পোস্তা ও শিয়ালদা পাইকারি বাজারে গিয়ে জানা গিয়েছে গত সাতদিন ধরে পেয়াঁজ আমদানি বেড়েছে বাজারে। আর টার ফলেই পেয়াঁজের দাম কমেছে।

তবে আলুর দামে এখনও পর্যন্ত তেমন কোনও হেরফের হয়নি। কারণ, যারা হাজার-হাজার, লক্ষ-লক্ষ আলুর বস্তার বন্ড কিনে রেখেছে, সেই বন্ড শেষ হওয়া পর্যন্ত আলুর দাম একইরকম থাকবে বলে পাইকারি ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে। সুতরাং, ক্রেতাদের আশানুরূপ আলুর দাম হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে এমনটা বলাই যায়।