দেশনিউজ

পরিবেশ দূষণ নিয়ন্ত্রনে জরুরি অবস্থা ঘোষণা, সমস্ত নির্মাণ কার্যক্রম নিষিদ্ধ

Advertisement

দিল্লি : বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম ছিল নিউদিল্লি। ফলে ক্ষমতায় আসার পর শহরের দূষণ মাত্রা কমিয়ে আনাটাই ছিল আপ সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে দূষণ নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত যথেষ্ট তৎপরতার সাথে কাজ করে চলেছে তারা। কিছুদিন আগে এক ভিডিও বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছিলেন দিল্লিতে বায়ুদূষণের পরিমাণ ৩০ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে। এই কাজে প্রচুর গাছ লাগানোর পাশাপাশি যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা বিশেষ ভূমিকা নিয়েছে। সেই সময় দিল্লির পরিবেশ মন্ত্রীর ভূয়সী প্রশংসাও করেন তিনি।

এবার দিল্লির পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দপ্তর শহর এলাকায় যে কোন ধরনের নির্মাণ কার্যের উপর নিষেধাজ্ঞা জারি করল। দিল্লির পরিবেশ দূষণের মাত্রা শীতকালে তীব্র আকার ধারণ করে। ফলে এই সময় বায়ুদূষণ আটকাতে আগামী ৫ নভেম্বর পর্যন্ত শহর এলাকায় নির্মাণ কাজে নিষেধাজ্ঞা জারি করেছে পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দপ্তর। একই সাথে বাজি পোড়ানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুরো শীতকাল জুড়ে এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানা গেছে।

Related Articles

Back to top button