Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

২০ লক্ষ কোটি নয়, মোদীর আর্থিক প্যাকেজের মোট অঙ্ক ২০,৯৭,০৫৩ কোটি টাকা

Updated :  Sunday, May 17, 2020 6:16 PM

করোনার জেরে দেশের অর্থনীতি ধুঁকছে। এই সময় মোদীর দাওয়াই ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ। গত পাঁচদিন ধরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তবে কেন্দ্র যে হিসাব দিয়েছে সেখানে আর্থিক প্যাকেজের বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ বলা হলেও হিসেবে করে দেখা যাচ্ছে মোট টাকার পরিমাণ ২০,৯৭,০৫৩ কোটি টাকা। প্রায় ১ লক্ষ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে। ধাপে ধাপে হিসাব দেখলে পুরো বিষয়টা বোঝা যাবে।

প্রথম ধাপে বরাদ্দ করা হয়েছে ১,৯২,৮০০ কোটি টাকা। এর মধ্যে থেকে স্বাস্থ্য খাতে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা রয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজে। ট্যাক্সের ক্ষতির জন্য বরাদ্দ ৭৮০০ কোটি টাকা।

পরের ধাপে বরাদ্দ হয়েছে ৫,৯৪,৫৫০ কোটি টাকা। তৃতীয় ধাপে বরাদ্দ করা হয়েছে ৩,১০,০০০ কোটি টাকা। চার নম্বর ধাপে বরাদ্দ ১,৫০,০০০ কোটি টাকা। যার মধ্যে কৃষিক্ষেত্রে রয়েছে ১ লক্ষ কোটি টাকা। শেষ ধাপে রিজার্ভ ব্যাঙ্কের খাতে বরাদ্দ ৮,০১,৬০৩ কোটি টাকা। এছাড়া একশো দিনের কাজে ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আর বাকি ৮,১০০ কোটি টাকা অন্যান্য খাতে বরাদ্দ রয়েছে। পুরো হিসেবে দেখলে বোঝা যাবে যে ২০ লক্ষ কোটির থেকে ছাড়িয়ে গেছে বরাদ্দ অর্থের পরিমাণ।

২০ লক্ষ কোটি নয়, মোদীর আর্থিক প্যাকেজের মোট অঙ্ক ২০,৯৭,০৫৩ কোটি টাকা