Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এবারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণ কল্যাণীকে নোটিশ পাঠালো ইডি

Updated :  Friday, July 29, 2022 4:04 PM

বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ এবার রাজ্য বিধানসভার পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে নোটিশ পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দুটি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণ কল্যানীর বিরুদ্ধে।

ইডি সূত্রে খবর, গত ২৫ শে জুলাই কৃষ্ণ কল্যাণীর ব্যবসায়িক সংস্থা কল্যাণী সলভেকস লিমিটেড এর ব্যবসায়িক ঠিকানায় ওই চিঠি পাঠানো হয়েছে। দুটি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখার জন্য এই নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যত শীঘ্র সম্ভব এই টাকা লেনদেনের সমস্ত হিসাব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে কৃষ্ণ কল্যানীকে। জানা যাচ্ছে, ২০০২ সালের বেআইনি অর্থ লেনদেনের আইনের ৫০ নম্বর ধারা অনুযায়ী এই চিঠি পাঠানো হয়েছে.

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন কৃষ্ণ কল্যাণী। তারপরে হঠাৎ করেই বিধানসভার ঠিক করে বিজেপি ছেড়ে আবার তৃণমূলে যোগদান করেন তিনি। এরপর যখন অসুস্থতার কারণ দেখিয়ে মুকুল রায় পাবলিক একাউন্টস কমিটি থেকে সরে দাঁড়ালে গত ৩০ জুন এই কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন কৃষ্ণ কল্যানি।