শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিলেন। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে নতুন নীয়মের ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু এবার সত্যিই শিক্ষক নিয়োগে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে।
এবার থেকে পুরনো নিয়মে আর শিক্ষক নিয়োগ করবে না রাজ্য শিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রী জানান, ‘শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সরলীকরণ করা হচ্ছে। নতুন নিয়ম সম্পর্কে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে।’
এদিন প্রক্রিয়া সম্পর্কে পার্থবাবু বলেন, ‘এবার তিন ধাপকে এক ধাপে নামিয়ে নিয়ে আসা হবে। যথা–কাউন্সেলিং, ভেরিফিকেশন, জয়েনিংয়ের মতো তিনটি ধাপের পর শিক্ষক নিয়োগ হয়। এখন এক ধাপে চাকরি দেওয়া হবে। ওয়েটিং লিস্ট উঠে যেতে পারে। এরবদলে যত জনকে চাকরি দেওয়া হবে, তাদের নাম ঘোষণা করা হবে।’
এই নয়া নিয়ম সম্পর্কে অনেক শিক্ষাবিদরা মনে করছেন, এই পদ্ধতিতে ব্যাপক কর্মসংস্থান হবে। এবার ভবিষতে কি ঘটতে চলেছে, তার দিকে তাকিয়ে গোটা বাংলার মানুষ।