বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘গরুর দুধে সোনা আছে’ এই মন্তব্যকে কটাক্ষ করে ঘুরিয়ে দিলীপ ঘোষকেই ‘গরু’ বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য যুব কল্যাণ ক্রীড়া দপ্তর আয়োজিত বিজ্ঞানমেলার উদ্বোধনে এসে একথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
মেলার উদ্বোধনে এসে পার্থ চট্টোপাধ্যায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘গরুর দুধে সোনা’ মন্তব্য নিয়ে কটাক্ষ করেন। পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কোনটা গরু সেটাই তো বোঝা যাচ্ছে না! যাকে বলা হয়েছে সে গরু? না যে বলেছে সে গরু? এটা নিয়েও তো একটা গবেষণা হওয়া উচিত!’ বিজ্ঞানমেলা প্রসঙ্গে পার্থ বাবু বলেন, ‘রাজ্যের উদ্দেশ্য স্কুলস্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত প্রতিযোগিতা মূলক বিজ্ঞান শিক্ষার আয়োজন করে বিজ্ঞান সচেতনতার হার বাড়ানো।’
কিছুদিন আগে বর্ধমানে দুগ্ধ ব্যবসায়ীদের এক সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, ‘দেশি গরুর কুঁজে সোনা তৈরি হয়।’ কিভাবে সেই সোনা দুধের মধ্যে আসে সে ব্যাখ্যাও দেন তিনি। তার এই মন্তব্যের পরেই দিলীপ বাবুকে নিয়ে হাসিঠাট্টায় মেতে ওঠেন নেটিজেনরা। এবার বিজ্ঞান মেলার উদ্ভোধনে এসে দিলীপ ঘোষের সেই মন্তব্যকেই কটাক্ষ করে প্রকৃত অর্থে দিলীপ ঘোষকে বার্তা পাঠালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।