আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। চলতি বছর শেষে নতুন বছর শুরু হতেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজবে। এদিকে করোনার সংক্রমণ কমার এখনও কোনও লক্ষ্মণ নেই। ভ্যাকসিনও এখনও বাজারে আসেনি। এই পরিস্থিতিতে কোভিড আবহের মধ্যেই এরাজ্যে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। সেকথা মাথায় রেখেই বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন।
কোভিড পরিস্থিতিতে বুথে ভোটার সংখ্যা কমানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। বুথ পিছু ভোটার সংখ্যা কমিয়ে ১৫০০ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবুথে যাতে লম্বা লাইন না পড়ে, সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে, সেই জন্যই এই উদ্যোগ। এই নিয়ে আলোচনার জন্য আগামী ৯ নভেম্বর সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
প্রসঙ্গত, করোনা আবহের মধ্যে দেশে প্রথম ভোট হয়েছে বিহারে। ইতিমধ্যেই প্রথম দফার ভোট হয়ে গিয়েছে বিহারে। বাকি এখনও দুই দফা ভোট। তারপরে বছর ঘুরতেই রাজ্যে ভোটের দামামা বাজবে। তবে করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ, এমনটা বলাই যায়।