নাকা চেকিং, ১৪৪ ধারা, আকাশপথে হেলিকপ্টারে নজরদারি, প্রস্তুতি তুঙ্গে নন্দীগ্রাম মহাযুদ্ধের
আগামীকাল দ্বিতীয় দফা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা শুভেন্দুর হাইভোল্টেজ লড়াইয়ের আগে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখে নিয়েছে নির্বাচন কমিশন
বাংলা বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গত শনিবার প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার পালা দ্বিতীয় দফা নির্বাচনের। আগামীকাল রাজ্যের ৪ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণপর্ব চলবে। তার আগে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফা নির্বাচনের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। আর এই বিধানসভা কেন্দ্রে সম্মুখ সমরে অবতীর্ণ হচ্ছেন দুই রাজনৈতিক মহারথী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এই বিধানসভা কেন্দ্রের নিরাপত্তা আঁটোসাটো করে দেয়া হয়েছে নির্বাচনের আগের দিন থেকে। গতকাল রাত থেকেই নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর ফলে কোন বাজার অঞ্চলে কেউ জমায়েত করতে পারবে না।
এছাড়াও নিরাপত্তা বজ্র আঁটুনি আছে এখন নন্দীগ্রামে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাস্তার মোড়ে মোড়ে নাকা চেকিং চলছে। যেকোনো গাড়ি, ভ্যান, টোটো থামিয়ে যাত্রীদের চেকিং করা হচ্ছে। তারা এটা সুনিশ্চিত করছে যাতে কেউ টাকা বা অস্ত্রশস্ত্র চালান না করতে পারে। এমনকি রাজ্য পুলিশের প্রত্যেকটি গাড়ি চেকিং করা হচ্ছে। এছাড়াও আকাশপথে হেলিকপ্টার ঘুরছে যা সর্বক্ষণ নন্দীগ্রামের উপর নজর রেখেছে। গতকাল সন্ধ্যে ৬:৩০ টার সময় থেকে নন্দীগ্রাম জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে যার জন্য এলাকায় কোনো জমায়েত করা যাচ্ছে না।
অন্যদিকে নন্দীগ্রামে ভোট সুষ্ঠু ও অবাধভাবে করার জন্য আজ থেকেই রাস্তায় রাস্তায় কেন্দ্রীয় বাহিনী নেমে পড়েছে। তেখালি থেকে রেয়াপাড়া সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনীর ছড়াছড়ি। যেখানেই চোখ যাচ্ছে সেখানেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘুরে বেড়াচ্ছে। নির্বাচন কমিশন আগামীকাল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ৩৫৫ বুথে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে এবং প্রত্যেকটি বুথকে স্পর্শ কাতর বলে চিহ্নিত করেছে। সেখানে আগামীকাল সব মিলিয়ে দুই হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আজ অর্থাৎ বুধবার সকাল থেকেই কোথাও বিএসএফ আবার কোথাও সিআরপিএফদের রুটমার্চ করতে দেখা যাচ্ছে।