নিউজপলিটিক্সরাজ্য

নির্বাচনের আগে অতিরিক্ত ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায়, তারা আসবে ৮ মার্চের মধ্যে

বাংলায় সুষ্ঠু ও অবাধভাবে নির্বাচন করার লক্ষ্য নির্বাচন কমিশনের

Advertisement

ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়ার পর নির্বাচন কমিশনের বাংলা বিধানসভা ভোটের জন্য প্রস্তুতি তুঙ্গে। তাদের একটাই লক্ষ্য যে একুশে নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে করতে হবে। তাই এবার বাংলায় আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের সময় সুষ্ঠু ও অবাধভাবে নির্বাচন করার জন্য ভোটমুখি বাংলায় এরিয়া ডমিনেশন চায় নির্বাচন কমিশন। আর তার লক্ষ্যমাত্রা পূরণ করতে লাগবে আরো সিআরপিএফ জওয়ান। তাই রাজ্যে আসছে ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যে মোট ২৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য নির্বাচন কমিশন অনেকদিন আগেই জানিয়েছিল যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বাংলায় ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এইমতো অনেকদিন আগে থাকতেই কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করে দিয়েছে রাজ্যে। অনেক এলাকায় তারা পৌঁছে গিয়ে এলাকাভিত্তিক রোডমার্চ ও এরিয়া ডমিনেশন এর কাজ শুরু করে দিয়েছে। আবার ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা নবান্নকে চিঠি দিয়ে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন শুরুর আগে ৮ মার্চের মধ্যে অতিরিক্ত ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছে যাবে। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকছে ৭০ কোম্পানি সিআরপিএফ, ১৩ কোম্পানি বিএসএফ, ২৫ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ৪১ কোম্পানি এসএসবি। এই করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Related Articles

Back to top button