Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শেষ দফার নির্বাচনে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সবচেয়ে বেশি বীরভূমে

Updated :  Tuesday, April 27, 2021 9:43 PM

একুশে বাংলা বিধানসভা নির্বাচন শেষ পর্বে এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই সাত দফা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর এক দফা নির্বাচন। এই শেষ দফা নির্বাচন হবে আগামী ২৯ এপ্রিল। ঐদিন রাজ্যের ৪ জেলার মোট ৩৫ টি আসনে ভোটগ্রহণ হবে। এছাড়াও সেদিন বিতর্কিত শীতলকুচির ১২৬ নম্বর বুথে ফের নির্বাচন হবে। ইতিমধ্যেই শেষ দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। নিরাপত্তার সাথে সাথে এবার নির্বাচন কমিশনকে কোভিড বিধি মেনে চলার দিকেও সমান ভাবে নজর দিতে হচ্ছে। নির্বাচনের শেষপর্বে এসে গোটা বাংলা ভয়ঙ্কর কোভিড পরিস্থিতিতে ধুঁকছে।

আগামী ২৯ এপ্রিল অষ্টম দফা নির্বাচনে মোট ৪ টি জেলার ৩৫ টি আসনে ভোটগ্রহণ করা হবে। তারমধ্যে মালদহ জেলার আছে ৬ টি আসন, মুর্শিদাবাদ জেলার আছে ১১ টি আসন, কলকাতা জেলার আছে ৭ টি। আসন এবং সর্বশেষ বীরভূম জেলার ১১ টি আসন। ইতিমধ্যেই প্রত্যেকটি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন কমিশন ঠিক করে নিয়েছে যে শেষ দফার নির্বাচনে তারা কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করবে।নির্বাচন কমিশন তরফে জানানো হয়েছে যে শেষ দফার নির্বাচনে তারা মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করবে। তারমধ্যে বুথে মোতায়েন থাকবে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া সবচেয়ে স্পর্শকাতর বীরভূম জেলার বুথগুলিতে ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এছাড়া কলকাতা এবং মুর্শিদাবাদে থাকতে যথাক্রমে ৯৫ ও ২১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন কমিশন আজ থেকে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি রাখার নির্দেশ দিয়েছে। আজ বিকেল ৫ টা থেকে আগামী শুক্রবার অর্থাৎ ৩০ তারিখ সকাল ৭ টা অব্দি অনুব্রত মণ্ডলকে নজর বন্দী করা হবে। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং কেন্দ্রীয় বাহিনী অনুব্রত মণ্ডলের সাথে থাকবেন এবং গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করবেন।