আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট ইতিমধ্যেই বাম কংগ্রেস জোটের অন্যতম শরিক হিসাবে আত্মপ্রকাশ করেছে। ব্রিগেডে বক্তৃতা রাখার পাশাপাশি বামেদের সঙ্গে জোট করে তৃণমূল এবং বিজেপিকে হারাতে তারাও প্রস্তুত বলে তারা জানিয়ে দিয়েছেন। কিন্তু এতদিন তাদের কোনো প্রতীক ছিল না। প্রথম দফার মনোনয়ন পেশের শেষ দিনের আগের দিন অবশেষে প্রতীক হাতে পেলো আব্বাস সিদ্দিকীর দল।
নির্বাচন কমিশন তাদের জন্য খাম প্রতীক বরাদ্দ করছে। এতদিন প্রার্থীর কাছে কোনো প্রতীক না থাকার কারণে তারা মনোনয়ন পেশ করতে পারছিলেন না। কিন্তু এবারে আইএসএফ এর প্রথম দফার ৩ প্রার্থী লড়তে চলেছেন খাম প্রতীক নিয়ে।
বিধানসভা নির্বাচনে শরিক আইএসএফ এর জন্য ৩৭টি আসন বরাদ্দ করেছে বাম। তার মধ্যে ৩টি আসন আছে প্রথম দফার নির্বাচনে। কিন্তু এতদিন তাদের কাছে প্রতীক ছিলনা। তবে এক্ষেত্রে কিঞ্চিত পরিবর্তন এসেছে নির্বাচন কমিশনের নিয়মে। বিধি অনুযায়ী, যে সমস্ত রাজনৈতিক দল স্বীকৃতি পায়নি, তাদের প্রতীক দেওয়া হয় তাদের মনোনয়ন জমা দেওয়ার পরে। কিন্তু এক্ষেত্রে হল কিছুটা পরিবর্তন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ক্ষেত্রে এই প্রতীক তাদের মনোনয়ন জমার আগেই দিয়ে দেওয়া হল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীদের হাতে এই খাম প্রতিক দেওয়া হবে।
এতদিন ধরে আব্বাস সিদ্দিকী দের সবথেকে বড় সমস্যা ছিলো কিভাবে তারা প্রতীক পাবে। তবে এবারে এই সমস্যা দূর হলো। সংযুক্ত মোর্চার নতুন প্রতীকে কাস্তে হাতুড়ি এবং হাত চিহ্নের সঙ্গে যোগ হলো খাম। এবারে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট এর প্রার্থীরা তাদের নিজের প্রতিকে নির্বাচনের প্রতিদ্বন্দিতা করতে পারবেন।