নিউজরাজ্য

তিন কেন্দ্রের উপনির্বাচন, রাজ্যে ১৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : ২৫ শে নভেম্বর রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই উপ-নির্বাচনে কেন্দ্র ভরসা রাখতে পারছেনা রাজ্য পুলিশের উপর। সেই জন্য নিয়োগ করা হবে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের মহুয়া মৈত্র এবং বিজেপির দিলীপ ঘোষ সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন করিমপুর এবং খড়গপুরে,যার ফলে আসন দুটি খালি রয়েছে।

কালিয়াগঞ্জ ও খড়্গপুরের আসনটি দীর্ঘদিন কংগ্রেসের দখলে ছিল। তবে গত বিধানসভা নির্বাচনে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জিতে যান। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারকে জেতাতে মরিয়া হয়ে উঠেছেন তৃণমূলের হেভিওয়েট নেতা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী রয়েছেন প্রেমচাঁদ ঝা আর অন্যদিকে কংগ্রেস প্রার্থী চিত্তরঞ্জন মন্ডল। নির্বাচন কমিশন ভোটের জন্য ঢেলে সাজিয়েছেন তাদের নিরাপত্তা বাহিনী। তার সঙ্গে থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী।

Related Articles

Back to top button