বড় খবর: আপাতত স্থগিত নন্দীগ্রামের নির্বাচনী ফলাফল, ফের গণনা হতে পারে
নন্দীগ্রামে জয়ী মমতা পরাজিত হয়ে যান এবং শুভেন্দু অধিকারী ১৬২২ ভোটে মমতাকে হারিয়ে দেয়
একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ভোটগণনা ছিল আজকে। সকাল থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর লড়াইয়ে সাপলুডু খেলা দেখা গিয়েছে। কোন সময় এগিয়ে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার কোন সময় এগিয়ে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত ঘোষণা করা হয় ১২০১ ভোটে শুভেন্দু অধিকারীকে পরাজিত করেছেন তৃণমূল জনোনেত্রী মমতা ব্যানার্জি। তবে তার কিছুক্ষণ পরেই পুরো ফলাফলের নাটকীয় পরিবর্তন ঘটে। এই ঘটনার পর গোটা বঙ্গবাসী ধন্ধে ছিল। জল্পনা-কল্পনার আড়ালে সরগরম হয়ে উঠেছিল গোটা বঙ্গ রাজনীতি।
এই বিতর্কিত পরিস্থিতিতে আপাতত ফলাফল ঘোষণা স্থগিত রাখা হলো নন্দীগ্রামে। এই বিধানসভা কেন্দ্রে নতুন করে গণনা হতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রিটার্নিং অফিসার। বিষয়টি জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আপাতত জয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এখনো অব্দি পুনরায় ভোট গণনার ব্যাপারে কোনো আবেদন। তবে ঠিক কি হবে তা নির্ধারণ করবে রিটার্নিং অফিসার। এই বিধানসভা কেন্দ্রে আংশিক না সম্পূর্ণ গণনা হবে সেটাও ঠিক করবেন তিনি।”
প্রসঙ্গত উল্লেখ্য, নন্দীগ্রামের প্রথমবার ফল প্রকাশের পর কিছুক্ষণের মধ্যেই নাটকীয় ভাবে পট পরিবর্তন হয়। জয়ী মমতা পরাজিত হয়ে যান এবং শুভেন্দু অধিকারী ১৬২২ ভোটে মমতাকে হারিয়ে দেয়। দিদির বদলে নন্দীগ্রামের শাসনে জায়গা পান দাদা। তবে ফল ঘোষণার পরে হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন সম্বন্ধে তীব্র সমালোচনা শুরু হয়। অবশ্য এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি উচ্চ আদালতে এই বিষয় নিয়ে যাবেন। এছাড়াও তিনি বলেছেন, “নন্দীগ্রাম যা রায় দেবে, তা আমি মাথা পেতে নেব।”