কলকাতা: শেষ পর্যন্ত শুরু হতে চলেছে কলকাতায় গঙ্গার পাড় সংস্কারের কাজ। হাওড়া ব্রিজের পাশে থাকা জগন্নাথ ঘাট থেকে শুরু করে এই কাজ চলবে বরানগর কুন্তি ঘাট অবধি। আর এই কাজ করবে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি দেখা গিয়েছিলো কলকাতায় বহু ঘাটের বেহাল অবস্থা। সেই তালিকায় ছিলো কুমারটুলি ঘাট, নিমতলা ঘাট, জগন্নাথ ঘাট একাধিক ঘাটের শোচনীয় অবস্থা।
মোদি ঘাট, আদ্যশ্রাদ্ধ ঘাট, প্রসন্নকুমার ঠাকুর ঘাট বলতে গেলে আর নেই এখন। গঙ্গার জলে খেয়ে গেছে কংক্রিটের চাঙড় এবং ঘাটের সিঁড়ি। আস্তে আস্তে ভাঙতে বসেছে ঘাটের অস্তিত্ব। কিন্তু এই ঘাট নিয়ে তেমন কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের মতে, গত ৫-৬ বছর ধরে গঙ্গা ক্রমশ এগিয়ে আসছে পাড়ের দিকে।
এই সকল জনপ্রিয় ঘাটের মধ্যে রয়েছে মায়ের ঘাট, কুমারটুলি ঘাট, নিমতলা ঘাট, জগন্নাথ ঘাট। কিন্তু এই সকল ঘাট যেমন শহর কলকাতার শোভা তেমন এই সকল ঘাট কলকাতার ঐতিহ্য। বাঙালির আবেগ আমোদ প্রমোদ সব কিছুর সাথেই জড়িত এই ঘাট । কিন্তু বিনা মেরামতিতে হারিয়ে গিয়েছে বহু ঘাট যেমন, মোদি ঘাট, আদ্যশ্রাদ্ধ ঘাট, প্রসন্নকুমার ঠাকুর ঘাট। কিন্তু পুরসভার তরফ থেকে এবার ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে কলকাতাবাসীরা। কে বলতে পারে এরকম করে চলতে থাকলে হয়তো আর তিলোত্তমার বুকে থাকবে না কোন ঘাট।
তাই এই ক্ষয় এড়াতে আজই প্রয়োজন এই ঘাটের মেরামত করা। কিন্তু এবার শীঘ্রই তা মেরামত হতে চলেছে। অবশ্য এই নিয়ে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, “আমি নিজে বন্দর চেয়ারম্যান সাথে চলতি সপ্তাহে এই বিষয়ে বৈঠক করব। আমরা তো কাজ করতে চাইছি। পুরসভাকে কাজের অনুমতি দেওয়া হয়নি৷ আমরা সমস্যার কথা বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছি