Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্বামীকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখে কী করেছিল ইমরান হাশমির স্ত্রী, আপকটে স্বীকার পরভিনের

Updated :  Monday, March 22, 2021 1:27 PM

ইমরান হাশমি (Emraan Hasmi) মানেই ঘনিষ্ঠ দৃশ্য ও চুম্বন। তবে এই ধরনের দৃশ্যে অভিনয় করতেও যথেষ্ট সাহসের দরকার পড়ে। প্রয়োজন হয় সাবলীলতার। ইমরান বরাবর এই ধরনের দৃশ্য নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। কিন্তু অভিনেতা-অভিনেত্রীদের পরিবার সবসময় এই ধরনের দৃশ্যের জন্য প্রস্তুত থাকে না। ঠিক এই ঘটনাই ঘটেছিল ইমরানের স্ত্রীর সঙ্গে। ইমরানকে বারবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তাঁকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখলে তাঁর স্ত্রীর প্রতিক্রিয়া কেমন হয়? কিন্তু ইমরান বারবার প্রশ্নটি এড়িয়ে গিয়েছেন।

তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরান বলেছেন, তাঁর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা পছন্দ করতেন না তাঁর স্ত্রী পরভিন (Parveen)। এই কারণে ইমরান তাঁর স্ত্রীকে ছবির গল্পের সারাংশ বলতেন। কিন্তু বেশিদিন লুকিয়ে রাখতে পারেননি ইমরান। ‘মার্ডার’ ফিল্মের প্রিমিয়ারে গিয়ে পর্দায় ইমরানকে মল্লিকা (Mallika sherawat)-এর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখে রেগে গিয়েছিলেন পরভিন। তিনি বলেছিলেন, অত্যন্ত নোংরা এই ধরনের দৃশ্য কখনোই বলিউডের ফিল্মের দৃশ্য হতে পারে না। তবে এখানেই থেমে থাকেননি পরভিন। ইমরানের হাত খিমচে রক্ত বের করে দিয়েছিলেন তিনি। বহুদিন অবধি সেই নখের দাগ রয়ে গিয়েছিল।

কিন্তু তার পর থেকে ইমরান ও পরভিন দুজনেই সমঝোতা করে নেন। পরবর্তীকালে পরভিন যখনই পর্দায় ইমরানের ঘনিষ্ঠ দৃশ্য দেখে রেগে গেছেন, তখন ইমরান তাঁর মন ভালো করতে তাঁকে শপিং করাতে নিয়ে গেছেন। তবে বর্তমানে ইমরান ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা কমিয়ে দিয়েছেন। কারণ তাঁর মতে, তাঁর পুত্রসন্তান বড় হচ্ছে। তার পক্ষে তার বাবাকে এই ধরনের দৃশ্যে অভিনয় করতে দেখা ঠিক হবে না।