সিনেমার মত নাটকীয় কায়দাতে এনকাউন্টার পুলিশের, রইলো বিস্তারিত

প্রীতম দাস : প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত পাশা সহ আরো তিনজন কে পুলিশ এনকাউন্টার করে মেরে দিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে , প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণ মামলার তদন্তের জন্য…

Avatar

প্রীতম দাস : প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত পাশা সহ আরো তিনজন কে পুলিশ এনকাউন্টার করে মেরে দিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে , প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণ মামলার তদন্তের জন্য পুলিশ অভিযুক্তদের নিয়ে ঘটনাস্তলে পৌঁছই কিন্তু অভিযুক্তরা সেখান থেকে পালানোর চেষ্টা করে আর তখনই পুলিশ তাদেরকে গুলি করে। ঘটনাস্তলেই মৃত্যু ঘটে মূল অভিযুক্ত সহ চারজনের। খবর বেরোনোর সাথে সাথে পুলিশ এর প্রশংসায় পঞ্চমুখ হয়ছে আম আদমি। নেটিজেনরা বলছেন , এই প্রথম তাড়াতাড়ি কোনো ধর্ষিতা জাস্টিস পেলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের বাবা বলেন , আজ আমার মেয়ের মৃত্যুর দশ দিন অতিক্রান্ত। আমি পুলিশ ও সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। অবশেষে আমার মেয়ের বিদেহী আত্মা শান্তি পেল। হায়দ্রাবাদ পুলিশ কমিশনার ভি সি সাজ্জানার জানান , ভোরবেলা ৩-৬ টার মধ্যে ঘটনাটি ঘটে। ঘটনার পর আমি ঘটনাস্থলে পৌঁছোই ও ঘটনাটি সম্পর্কে আরও বিশদে জানানো হবে।

প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত পাশা সহ আরো তিনজন কে পুলিশ এনকাউন্টার করে মেরে দিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে , প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণ মামলার তদন্তের জন্য পুলিশ অভিযুক্তদের নিয়ে ঘটনাস্তলে পৌঁছই কিন্তু অভিযুক্তরা সেখান থেকে পালানোর চেষ্টা করে আর তখনই পুলিশ তাদেরকে গুলি করে। ঘটনাস্তলেই মৃত্যু ঘটে মূল অভিযুক্ত সহ চারজনের। খবর বেরোনোর সাথে সাথে পুলিশ এর প্রশংসায় পঞ্চমুখ হয়ছে আম আদমি। নেটিজেনরা বলছেন , এই প্রথম তাড়াতাড়ি কোনো ধর্ষিতা জাস্টিস পেলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের বাবা বলেন , আজ আমার মেয়ের মৃত্যুর দশ দিন অতিক্রান্ত। আমি পুলিশ ও সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। অবশেষে আমার মেয়ের বিদেহী আত্মা শান্তি পেল। হায়দ্রাবাদ পুলিশ কমিশনার ভি সি সাজ্জানার জানান , ভোরবেলা ৩-৬ টার মধ্যে ঘটনাটি ঘটে। ঘটনার পর আমি ঘটনাস্থলে পৌঁছোই ও ঘটনাটি সম্পর্কে আরও বিশদে জানানো হবে।