Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ভারতের হাতে এলো যুদ্ধবিমান রাফাল!

Updated :  Saturday, September 21, 2019 1:50 PM

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ভারতের হাতে এলো রাফাল যুদ্ধ বিমান। ফ্রান্সের যুদ্ধ বিমান প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশনের তরফ থেকে বৃহস্পতিবারই বহু প্রতিক্ষিত এই যুদ্ধ বিমান তুলে দেওয়া হয় ভারতের হাতে। ভারতীয় বায়ুসেনার ডেপুটি চিফ এয়ার মার্শালের হাতে যুদ্ধ বিমানটি তুলে দেয় ফ্রান্সের প্রস্তুতকারী সংস্থা।

পরিকল্পনা অনুযায়ী চুক্তি হওয়ার ঠিক ৩ বছরের মধ্যে যুদ্ধ বিমানটি ভারতের হাতে তুলে দেওয়া হলো। এই যুদ্ধ বিমানটি হাতে পাওয়ায় ভারতের সেনাবাহিনী আরও শক্তিশালী হলো বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। এর ফলে আকাশ পথে বিদেশী শত্রুদের মোকাবিলার কাজ সহজ হবে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় বায়ুসেনা সূত্রে জানা গেছে যে, ভারতের হাতে আসা রাফাল যুদ্ধ বিমানটির নাম রাখা হয়েছে আর বি-১। ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধানের নাম অনুসারে রাফাল যুদ্ধ বিমানটির নামকরণ করা হয়েছে বলে বায়ুসেনা সূত্রে এমনটাই খবর। ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হবেন এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদুড়িয়া। তাঁর নাম অনুসারেই রাফাল যুদ্ধ বিমানটির নামকরণ করা হয়েছে আর বি-১।