বুধবার দিল্লিতে ৭১ তম সেনাদিবসে সেনাবাহিনীর অভিবাদন গ্রহণ করেন নয়া সেনাপ্রধান এম এম নারাভানে। সেখানে তিনি মন্তব্য করে বলেন সংবিধানের ৩৭০ ধারা বিলোপ একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর ফলে পাকিস্তানের ছায়াযুদ্ধ বাধা পেয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে জম্মু-কাশ্মীর মূল স্রোতে ফিরে আসবে।
সেনাদিবসে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে যথার্থ দাবি দাবি করার পাশাপাশি তিনি আরও বলেন সেনাবাহিনী সন্ত্রাসবাদের সঙ্গে কোনোভাবেই আপস করবে না। যারা বা যে সন্ত্রাসে মদত দেবে তাদের যথাযথ জবাব দেওয়ার উপায় সেনাবাহিনীর কাছে আছে সে কথা তিনি জানিয়ে দেন । সন্ত্রাসের মদত যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে সেনা প্রয়োজনে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : নির্ভয়া কাণ্ডে দোষীদের পিছিয়ে গেল ফাঁসির তারিখ, রায় দিল্লি হাইকোর্টের
সম্প্রতি সেনাপতি বিপিন রাওয়াতের স্থানে এমএম নারাভানে নতুন সেনাপ্রধানের পদ লাভ করেন। সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পরই তিনি পাকিস্তানকে বিশ্ব সন্ত্রাসের মদতদাতা বলে কটাক্ষ করেছিলেন।